ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ও বর্ধমান শহরে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বড়োসড়ো প্রতারণা চক্রের হদিস পেল জেলা পুলিশ। বর্ধমানের একটি নার্সিংহোমের ড্রয়ার থেকে একসঙ্গে উদ্ধার হল কয়েকশো স্বাস্থ্য সাথী কার্ড। যা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ খোদ অভিযানকারী পুলিশ আধিকারিকদের। এত কার্ড কিভাবে নার্সিংহোমে এল তার তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এরই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে নার্সিংহোমের রেজিষ্টার বুক, কম্পিউটারের হার্ড ডিস্ক সহ স্বাস্থ্য সাথী সম্পর্কিত যাবতীয় নথি ও তথ্য।
এদিকে রোগী ভর্তি না করেই শুধু বায়োমেট্রিক ছাপ নিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতারণা চালিয়ে আসার অভিযোগ সামনে আসতেই জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। উপভোক্তাদের অগোচরেই কার্ড থেকে চিকিৎসা বাবদ হাজার হাজার টাকা লোপাট করার ঘটনায় এবার রীতিমত নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দপ্তরও। জানা গেছে, গতবছর ডিসেম্বর মাস থেকে শুরু হয় এই দুর্নীতি। গাঁফুলিয়া গ্রামের গরীব খেটে খাওয়া পরিবারের লোকদের টাকার পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বর্ধমানের এই নার্সিংহোমে নিয়ে যেত সালেহা বিবি। তাদের বলা হতো এর জন্য স্বাস্থ্য সাথী কার্ড হোল্ডার দশ হাজার টাকা পাবেন, আর তার থেকে দুহাজার নেবে সালেহা বিবি। এভাবেই দিনের পর দিন বর্ধমানের খোসবাগানের এই নার্সিংহোমে গ্রামের লোকজনকে নিয়ে গিয়ে চিকিৎসার নাম করে নিয়ে গিয়ে শুধু বায়োমেট্রিক ছাপ নিয়ে ছেড়ে দেওয়া হয়।