---Advertisement---

শক্তিগড়ের ল্যাংচার দোকানে মদ্যপ যাত্রীদের হামলা, জখম দোকান মালিক, পুলিশ সহ একাধিক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: গত কয়েকদিন ধরেই পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকার বিখ্যাত ল্যাংচার দোকানগুলোতে বেশ ভিড় করে মিষ্টি কিনছেন যাত্রীরা। সদ্য ২১জুলাই উপলক্ষে লক্ষাধিক মানুষ আসা যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছেন, আবার কিনেও নিয়েও গেছেন। স্বাভাবিকভাবেই সকাল থেকে রাত পর্যন্ত জাতীয় সড়কের ধারে দোকানগুলোর মালিক থেকে কর্মচারীদের দম ফেলার সময় নেই এখন। আর এরই মধ্যে বিপত্তি। শনিবার বিকেলে বিহারের দিক থেকে কলকাতামুখী একটি বাস ও একটি ম্যাটাডোর ভর্তি শিবভক্ত যাত্রীরা রিফ্রেশমেন্ট( refreshment) এর জন্য এসে দাঁড়ালে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শক্তিগড়ের আমাড়া এলাকা।

বিজ্ঞাপন

একটি মিস্টির দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত বাসের যাত্রীরা। তার প্রতিবাদে বাসে ভাঙচুর চালায় ব্যবসায়ী ও স্থানীয় মানুষ। এই ঘটনার জেরে শনিবার বিকালের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এই অশান্তির জের এসে পড়ে জাতীয় সড়কেও। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো শুরু হয়। এমনকি মারধর করা হয় পুলিশকেও। পুলিশ সূত্রে জানা গেছে, এক পুলিশ কর্মী সহ দোকান মালিক ও স্থানীয় বেশ কয়েকজন এই ঘটনায় জখম হয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে একাধিক আহতদের মাথায় স্টিচ করতে হয়েছে। 

এরপরেই থানা থেকে আরও পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাপক ধরপাকড় শুরু করে। এখনও অবধি পুলিশ বাসযাত্রী সহ পাঁচ জন কে আটক করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে কলকাতাগামী একটি বাস ও একটি ম্যাটাডোরে মোট ৯০ জন যাত্রী এসে দাঁড়ায় শক্তিগড় এলাকার একটি ল্যাংচার দোকানের সামনে। সেই সময়ে দোকানের সামনে থাকা এক হকারের কাছ থেকে শশা কিনে খান বাসের এক যাত্রী। সেই শশা তেতো হওয়ার কারনে টাকা দিতে অস্বীকার করেন ওই যাত্রী। আর এরপরই অশান্তি সৃষ্টি হয় এলাকায়।

অভিযোগ বাস ও ম্যাটাডোরে থাকা যাত্রীদের অনেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার সময় ল্যাংচা র দোকানের কর্মীরা ও মালিক এসে প্রতিবাদ করায় আচমকাই বাস যাত্রীরা ওই মালিক কে মারধর করতে থাকেন। মদ্যপ যাত্রীরা ভাঙচুর করতে শুরু করে মিস্টির দোকানও। সেই সময়েই ওই ব্যবসায়ীর কর্মীরা ও অন্য ব্যবসায়ীরা একত্রিত হয়ে পাল্টা বাসের যাত্রীদের মারধর করার পাশাপাশি বাসেও ভাঙচুর চালায়।

See also  বর্ধমানে বালি ঘাটের ভিতর যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে পুলিশ কেও আক্রমণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এক পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, ‘মিস্টির দোকানের সঙ্গে বাস যাত্রীদের খাবার দেওয়া নিয়ে কোন ঝামেলা শুরু হয়। পরে দুপক্ষই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান মালিক সহ বেশ কয়েকজন কে আটক করেছে। এলাকায় পুলিশ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে। বাস ও ম্যাটাডোর টি আটক করা হয়েছে।’

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---