ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: ইউক্রেনের (Ukraine) ওপর রাশিয়ার (Russia) হামলার দ্বিতীয় দিনেও সামনে আসছে একের পর এক ধ্বংসের খবর। আক্রমণ প্রতি আক্রমণে ইউক্রেনের আকাশ ধোয়াচ্ছন্ন। ভয়াবহ চেহারা রাজধানী কিয়েভের। বিস্ফোরণের শব্দে তটস্থ আমজনতা। বসে নেই ইউক্রেনও। রাশিয়ার আঘাতের জবাবে পাল্টা আক্রমণে একাধিক রাশিয়ান যুদ্ধবিমান ও ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন সেনা। এখনও পর্যন্ত যা খবর, ইউক্রেন সেনা সাতটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। তছনছ করেছে ৩০টি রাশিয়ান যুদ্ধ ট্যাঙ্ক। পাশাপাশি যুদ্ধের দ্বিতীয়দিনেও রাশিয়ান আক্রমণ অব্যাহত। পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে কিয়েভ। শহরের মধ্যস্থলে পরপর দুটি বিস্ফোরণ শোনা গিয়েছে বলে খবর। ইউক্রেন পুলিশের অনুমান, ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ইউক্রেনবাসী। এরই মধ্যে উদ্বেগ বাড়ছে ইউক্রেনে বসবাসকারী দেশ বিদেশের মানুষের পরিবারের সদস্যদের।