ফোকাস বেঙ্গল ডেস্ক, পুর্বস্থলী: ড্রোনের নজরদারী এড়িয়ে পেঁয়াজ চাষের জমিতে নিশ্চিন্তে চলছিল পোস্ত চাষ। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি ও পুর্বস্থলী থানার পুলিশের যৌথ অভিযানে নষ্ট করে দেওয়া হল পোস্ত চাষ। বাজেয়াপ্ত করা পোস্ত গাছ পোড়ানো হল প্রশাসনের উদ্যোগে। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলীর বড়ধামাস গ্রামে। এদিন অর্থাৎ মঙ্গলবার রাতে পোস্ত গাছগুলিতে আগুন ধরিয়ে নষ্ট করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মাজিদা পঞ্চায়েতের বড়ধামাস গ্রামে আবগারি ও পূর্বস্থলী থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। চারটি জমি থেকে পোস্ত গাছ বাজেয়াপ্ত করা হয়। বেআইনী চাষে যুক্ত থাকার অভিযোগে চিন্ময় ঘোষ, পরিমল বিশ্বাস, সমীর বিশ্বাস, উত্তম বিশ্বাস নামে চারজনকে আটক করেছে আবগারি দপ্তর। প্রায় দু’কাঠা জমিতে চার জায়গায় পোস্ত চাষ করেছিল বলে পুলিশ জানিয়েছে।