ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সাত সকালে গলায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে দেওয়ানদীঘি থানার বর্ধমান ১ ব্লকের কামনাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বিশ্বজিৎ দাস(২৮), বাড়ি বর্ধমান থানার বিজয়রাম, কুঁড়েপাড়া এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ অন্যের গাড়ি চালানোর কাজ করতো। গাড়ি রাখা থাকতো কামনাড়া এলাকায়। অন্যদিনের মতো এদিনও সে কামনাড়ায় গাড়ি আনতে গিয়েছিল। সেখানে একটি মাঠের ধারে প্রসাব করছিলেন বিশ্বজিৎ। সেই সময় বিমান ঘোষ নামে মালকিতা গ্রামের এক ব্যক্তি হটাৎ এসে বিশ্বজিতের গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেয়। নিজেকে বাঁচানোর জন্য বিশ্বজিৎ সেই অবস্থায় কিছুটা রাস্তা দৌড়ে এসে কামনাড়া বিডিও অফিসের পাশে পরে যায়। বাঁচাও বাঁচাও বলে আর্তনাদও করে। এরপরই সে জ্ঞান হারিয়ে ফেলে।
স্থানীয়রাই পুলিশ কে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎ দাস কে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের ঘাড়ের ডানদিকে গভীর ক্ষত রয়েছে। ময়না তদন্তের জন্য দেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল পুলিশ তা খতিয়ে দেখছে। এদিকে খুনের ঘটনায় যুক্ত সন্দেহে ইতিমধ্যেই বিমান ঘোষ কে আটক করেছে পুলিশ।