---Advertisement---

চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসেই রেকর্ড রাজস্ব আদায় জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাজস্ব আদায়ের নিরিখে গত বছরের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম পাঁচ মাসেই রেকর্ড গড়ল পূর্ব বর্ধমান জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ১৬ এপ্রিল থেকে ২০২২ সালের ১৫ এপ্রিল পর্যন্ত রাজস্ব আদায় হয়েছিল ৯৪ কোটি ৫ লক্ষ ৬ হাজার ৬৯৯ টাকা। চলতি আর্থিক বছরে ১৬ এপ্রিল থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভূমি দফতর ইতিমধ্যেই মোট রাজস্ব আদায় করেছে ৭৩ কোটি ৯২ লক্ষ ৯৯ হাজার ১৭৩ টাকা। যা গত বছরের তুলনায় এই সময়কালের মধ্যে একটা রেকর্ড।

বিজ্ঞাপন

ধারাবাহিক অভিযান, বর্ষাকালীন নদী থেকে বালি তোলা নিষিদ্ধ ঘোষণার আগে বালির মজুদ করার অনুমতি দেওয়া এবং সেখানে নজরদারি চালিয়ে বালির সঠিক পরিমাণ যাচাই করা, বেনিয়ম হলে জরিমানা করা ইত্যাদি নানা খাতে রাজস্ব আদায় বেড়েছে বলে ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে। অতিরিক্ত জেলা শাসক (ভূমি) ইউনিস রিসিন ইসমাইল জানান, এবছর বালি খাদানের নিলামের দরুন বকেয়া অর্থ আদায়ে গুরুত্ব দেওয়া হয়। সেখান থেকে মোটা অঙ্কের রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ ৬ কোটি ৫৮ লক্ষ ১৫ হাজার ১৩ টাকা।

অন্যদিকে বর্ষাকালে বালি খাদান বন্ধ থাকে। কিন্তু খাদান বন্ধের আগে নদ-নদীর পাড়ে বা কোনও ফাঁকা জায়গায় বৈধ খাদান মালিকদের বালি মজুদের অনুমতি দেওয়া হয়। এই মজুদ বালির উপর রয়্যালটি আদায় করে ভূমি দফতর। এই মজুদ বালির ক্ষেত্রে আগাম রয়্যালটি নেওয়া হয়েছে। এই খাতে রয়্যালটি, সেস বাবদ আদায় হয়েছে ৫৯ কোটি ৪ লক্ষ ৮৫ হাজার ৬৪৯ টাকা। এছাড়াও অবৈধভাবে মজুদ করা বালির পরিমাণ অনুসন্ধান করে বেনিয়মের কারণে প্রায় শতাধিক এফআইআর করা হয়েছে। অনেককে জরিমানাও করা হয়েছে। এর ফলে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে।

বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ কোটি ৪৫ লক্ষ ৬৭ হাজার ৮০০ টাকা চলতি বছরে এ পর্যন্ত আদায় করেছে ভূমি দফতর। পাশাপাশি ভূমি রাজস্ব খাতে ৫৫ লক্ষ ১৭ হাজার ৮২৭ টাকা এবং বিবিধ খাতে ৪ কোটি ২৯ লক্ষ ১২ হাজার ৮৮৪ টাকা আদায় করা হয়েছে। ফলে চলতি অর্থ বর্ষের প্রথম পাঁচ মাসেই গত আর্থিক বছরে ১২ মাসে মোট আদায়কৃত রাজস্বের কাছাকাছি পৌঁছে গিয়েছে দপ্তর। যদিও অতিরিক্ত জেলাশাসক (ভূমি) রিসিন ইসমাইল জানিয়েছেন, এই ধরনের অভিযান লাগাতার চলবে। 

See also  মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলার ভূমি আধিকারিকদের অভিযানে নামার নির্দেশ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---