বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেপ্তার অভিযুক্ত

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক, খণ্ডঘোষ: এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর প্রতিশ্রুতি না রাখায় ওই মহিলার অভিযোগের ভিত্তিতে  রেজাউল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত রেজাউল হক বিবাহিত। তার বাড়ি রায়না থানার অন্তর্গত বাবরকপুর এলাকায়। সে বর্ধমানের সরাইটিকর পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো। গতকাল রাতে বর্ধমানের বাড়ি থেকে রেজাউল কে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, খণ্ডঘোষের কেশবপুর গ্রামের এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিল অভিযুক্ত রেজাউল হক। শারীরিক সম্পর্ক স্থাপন করার পরও মহিলাকে বিয়ে করতে অস্বীকার করায় ওই মহিলা অভিযুক্ত রেজাউল হকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত রেজাউল হককে গতকাল রাত্রে গ্রেফতার করে।

আরো পড়ুন