---Advertisement---

বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীকে হুমকি চিঠির তদন্তে বর্ধমানে পাটনা পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার  সাংসদ সুশীল মোদী চিঠি দিয়ে খুনের হুমকি দেবার ঘটনায় বৃহস্পতিবার বর্ধমানে তদন্তে এলো পাটনা পুলিশ। বর্ধমান থানার সহযোগিতায় বিহারের পাটনার কদমকুঁয়া থানার সাব ইন্সপেক্টার সন্তোষ কুমার চিঠির প্রেরক বর্ধমান আদালতের ল ‘ক্লার্ক চম্পা সোম কে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকারী অফিসারকে চম্পা পরিস্কার জানিয়ে দেন, তিনি কোন চিঠি কাউকে দেননি। যাকে চিঠি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তিনি তাকে চেনেনই না। এমনকি তিনি নিজে ইংরাজি লিখতে জানেন না। সুতরাং সুশীল মোদী কে তিনি জানেন না। কেন তাঁকে তিনি এই ধরণের চিঠি দিতে যাবেন। জিজ্ঞাসাবাদের পুরো বিষয়টি ভিডিওগ্রাফী করে বিহার পুলিশ।

বিজ্ঞাপন

সংবাদ মাধ্যমের সামনে এদিন চম্পা সোম বলেন, ‘সুশীল মোদিকে চিনি না,আমাকে ফাঁসানো হয়েছে। আমি একজন কে সন্দেহ করছি। যে এই ধরনের কাজ করতে পারে। তার নামও আমি পাটনা থেকে আসা পুলিশ কে বলেছি।’ এদিন তদন্তকারী অফিসার চম্পার রায়ান গ্রামের বাড়িতেও যান। সেখান থেকে বর্ধমান হেড পোস্ট অফিসে গিয়ে ১৬ অগাস্ট স্পিড পোস্টের মাধ্যমে পাটনার রাজেন্দ্রনগরে সুশীল মোদীর ঠিকানায় যে চিঠি পাঠানো হয়েছিল সেই বিষয়েও খোঁজ নেন তিনি। 

সূত্রের খবর যে দিন, যে সময়ে চিঠি পোস্ট করা হয়েছিল এবং সেই সময়ের আগে ও পরের পোস্ট অফিসের সিসি ক্যমেরার ফুটেজ তদন্তের স্বার্থে পাওয়ার জন্য পোস্টাল বিভাগের আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। জেলার পুলিশ সুপার কামনাশীস সেন বলেন, ‘ একটি হুমকি চিঠি প্রসঙ্গে পাটনা পুলিশ তদন্তে এসেছিল। আমরা তাদের সহযোগিতা করেছি। এর বেশি এবিষয়ে আমাদের কোন ভূমিকা নেই।’

See also  জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ, গলসি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---