ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের ৯টি পুজোর উদ্বোধন করলেন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:  রবিবার পূর্ব  বর্ধমান জেলার ৯টি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বর্ধমানের আলমগঞ্জ বারোয়ারি, সবুজ সঙ্ঘ, লাল্টু স্মৃতি সঙ্ঘ, তেলিপুকুর সুকান্ত স্মৃতি সঙ্ঘ, মেমারির হাসপাতালপাড়া সর্বজনীন, পূর্বস্থলী-১ ব্লকের দক্ষিণ শ্রীরামপুর সর্বজনীন, কালনার পুরাতন বাস স্ট্যান্ড বারোয়ারি ব্যবসায়ী সমিতি, সেনপাড়া সর্বজনীন দুর্গোৎসব ও কাটোয়ার ননগর সবুজ সঙ্ঘের পুজোর এদিন ভার্চুয়াল উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজোর উদ্বোধন কে ঘিরে সমস্ত রকম ব্যবস্থা করেছিলেন পুজো উদ্যোক্তারা। মণ্ডপে লাগানো হয়েছিল জায়ান্ট স্ক্রিন। এক প্রান্তে হাজির ছিলেন পুজো উদ্যোক্তা থেকে সংশ্লিষ্ট এলাকার পুলিশ ও প্রশাসনিক আধিকারিক, মন্ত্রী, জেলা পরিষদের সভাধিপতিরা। অন্য প্রান্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি হাজির হয়েছেন।ভার্চুয়াল পদ্ধতিতে এক এক করে জেলার পুজোগুলোর সূচনা করেছেন তিনি।

বর্ধমানের পুজোর অন্যতম আকর্ষণ তেলিপুকুর সুকান্ত স্মৃতি সঙ্ঘের উদ্যোক্তা রাসবিহারী হালদার বলেন,” আমরা আপ্লুত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের পুজোর উদ্বোধন হয়েছে। আগামী পুজোর দিনগুলো সকলের ভাল কাটুক এটাই আমরা চাই। সকলকে আমাদের পুজো মণ্ডপে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”

আরো পড়ুন