---Advertisement---

অন্নপূর্ণা রোবট আজ বর্ধমানের কার্নিভালে অন্যতম আকর্ষণ, গরুর গাড়িতে যাবেন মা দুর্গা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: আর কিছুক্ষণের অপেক্ষা। প্রথমবার বর্ধমান শহরে শুরু হতে চলেছে মা কার্নিভাল। কলকাতার আদলে এবার জেলা শহর গুলোতেও কার্নিভালের আয়োজন করেছে প্রশাসন। বর্ধমানে ৩১টি পুজো কমিটি আজকের কার্নিভালে অংশগ্রহণ করবে বলেই প্রশাসন সুত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই গোটা শহর জুড়ে এই কার্নিভাল দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা তুঙ্গে উঠেছে। প্রশাসন ও পুজো কমিটিগুলোর প্রস্তুতিও প্রায় সারা। বিকেল পাঁচটা নাগাদ শহরের বড়নীলপুর মোড়ের কাছ থেকে ফিতে কেটে এই কার্নিভালের সূচনা করবেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা।

বিজ্ঞাপন

উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার থেকে মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। একাধিক আকর্ষণের পাশাপাশি পুজো কমিটিগুলো একে অপরকে শোভাযাত্রার থিমে টেক্কা দিতে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন। এরই মধ্যে বালাজী হাউজিং কমপ্লেক্স দুর্গাপুজো কমিটির পুজো উদ্যোক্তারা এই কার্নিভালে অভিনব থিম নিয়ে হাজির হচ্ছেন বলে জানা গেছে।

এই আবাসনের পুজোর অন্যতম কর্মকর্তা সুমিত কুমার দে বলেন,” আমরা বর্তমানে যে পরিবেশের মধ্যে দিয়ে এগোচ্ছি তার বিভিন্ন ক্ষতিকারক দিকগুলোকে আজকের এই শোভাযাত্রায় তুলে ধরছি। আর তার জন্য আমাদের শোভাযাত্রায় মা দুর্গা কে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। এছাড়াও আজকের কার্নিভালে মূল আকর্ষণ সৃষ্টি করবে ‘অন্নপূর্ণা রোবট’। সৌরভ গাঙ্গুলির দাদাগিরি র মঞ্চের মাধ্যমে এই রোবট ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে। মূলত গুগল ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত এই রোবট একটি ট্যাবলো তে থাকবে।

এটি মাইক্রোফোনের মাধ্যমে নিজের কণ্ঠে পরিবেশ সচেতনতার বার্তা দেবে দর্শনার্থীদের। প্রশাসন নির্ধারিত ৬০জন সেচ্ছাসেবক আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করলেও আবাসনের পুজোর সঙ্গে যুক্ত আরো প্রায় ২০০জন এই কার্নিভালে শোভাযাত্রার সঙ্গে হাঁটবেন। আমরা এই শোভাযাত্রা থেকেই ইউনেস্কো কে সম্বর্ধনাও দেবো। কলকাতার দুর্গা পুজো কে ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি র তালিকায় অন্তর্ভুক্তির জন্য এই সম্বর্ধনা জানাবো আমরা।

See also  বর্ধমান রেলস্টেশনে বৃহন্নলাদের সঙ্গে আরপিএফ এর হাতাহাতি, দুই মহিলা সহ পাঁচজন আরপিএফ কর্মী আহত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---