---Advertisement---

বর্ধমানে বার ডান্সারের দেহ উদ্ধার, রহস্য

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের খাগড়াগড়ে ভাড়াবাড়ির ঘর থেকে এক বার ডান্সারের মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। বৃহস্পতিবার সকালে পুলিস ওই ভাড়া বাড়ি থেকে রিয়া চৌহান (২৭) নামে ওই নর্তকীর  ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর বাড়ি দিল্লিতে। বছর আগে বর্ধমানে এসেছিলেন শহরের জেলখানা মোড়ে একটি পানশালায় বার ড্যান্সিং এর কাজের জন্য।  খাগড়াগড়ে ওই ভাড়া বাড়িতে তাঁর সঙ্গে আরও একজন নর্তকী ভাড়া নিয়েছিলেন। তবে, তাঁরা দু’জনে আলাদা ঘরে থাকতেন।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই নর্তকী আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা স্পষ্ট নয়। বর্ধমান থানার পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর দিল্লির বাড়িতে খবর দেওয়া হয়েছে। মোবাইলটিও উদ্ধার হয়েছে। কললিস্ট বা মেসেজ খতিয়ে দেখা হবে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, তিনি তাঁর এক পরিচিতর মাধ্যমে বারে কাজ করতে এসেছিলেন। বছরে চার থেকে পাঁচবার বাড়ি যেতেন।

তবে যে পানশালায় রিয়া চৌহান নর্তকীর কাজ করতেন সেখানকার কয়েকজনের কাছে জানা গেছে, পারিবারিক অশান্তির কারণে গত কয়েকমাস রিয়া সমস্যায় ছিল। সম্প্রতি দিল্লিতে বাড়িও গিয়েছিলেন। ফিরে আসার পর মাঝে মধ্যেই কাজে আসছিলেন না। পুলিসের এক আধিকারিক বলেন, মোবাইলের কললিস্ট থেকে ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে। মৃতার পরিচিতদের সঙ্গে কথা বলা হবে। তাঁর পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলা হবে।

ছবি – ইন্টারনেট

See also  নেশাখোর দুষ্কৃতীদের উৎপাতে বর্ধমান রেল ওভারব্রীজ ডুবছে অন্ধকারে, ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুরসভার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---