ধনতেরাসের সন্ধ্যায় বাড়ির উঠোনে মানুষ কেন প্রদীপ জ্বালায় জানেন?

Souris  Dey

Souris Dey

ফোকাস প্রতিবেদন: আগামী ২২ ‌অক্টোবর হল ধনতেরাস বা ধন ত্রয়োদশী। এই দিন শনিবার সন্ধ্যে ছ’টা তিন মিনিট থেকে ২৩ অক্টোবর রবিবার সন্ধ্যে ছ’টা চার মিনিট পর্যন্ত ধনতেরাস পালিত হবে। ধনতেরাস বা ধনত্রয়োদশী সম্পর্কে অনেক রকমের কথাবার্তা শোনা যায়। তার মধ্যে একটি হলো এই দিনে সোনা ক্রয় করলে বাড়িতে অর্থাগম ঘটে, দেবী লক্ষ্মীর কৃপা বাড়িতে পড়ে। তাই এই বিশেষ তিথিতে প্রচুর মানুষ নিজেদের সাধ্য মতো অল্প হলেও সোনা কিনে থাকেন।

বিজ্ঞাপন

ধনতেরাস উৎসবের আরেক নাম ধন্বন্তরী ত্রয়োদশী। বলা হয় যখন সমুদ্রমন্থন হয়েছিল তখন অমৃত হস্তে ধন্বন্তরীর আবির্ভাব হয়েছিল, এরপরই আবির্ভূতা হয়েছিলেন দেবী লক্ষী। দেবী লক্ষী আবার ঐশ্বর্য-সম্পদ-বৈভবের দেবী তাই তার কৃপা লাভ করতেই এই দিন সোনা কেনা হয়। এমনটা মনে করার কারণ, সোনা হলো লক্ষী। তাই এদিন সোনা ঘরে আসা মানেই লক্ষী ঘরে এলো।

ধন শব্দের অর্থ শুধুই ঐশ্বর্য এবং সম্পদ নয়, ধন অর্থে সুস্থ নীরোগ জীবনকেও বোঝানো হয়। ধনতেরাস প্রসঙ্গে একটি গল্প প্রচলিত আছে যেখানে বলা হয় যে হেম নামের এক রাজা ছিলেন। তিনি বহু কাল অপুত্রক অবস্থায় ছিলেন এবং পরবর্তীতে তার একটি পুত্র সন্তান জন্ম হয়, কিন্তু জ্যোতিষীরা সেই পুত্রের ভাগ্য গননা করে বলেন যে এই পুত্র বিবাহের পরেই মারা যাবে। এরপর রাজা খুব যত্ন করে সেই সন্তানকে বড় করতে শুরু করলেন। যথাকালে তার বিবাহ হল। পূর্ব গণনা এবং ভাগ্য অনুযায়ী বিবাহের রাতে যমদূতেরা এলো রাজপুত্রকে নিয়ে যাওয়ার জন্য। সেই সময় রাজকুমারী যমদূতেদের প্রশ্ন করলেন যে, এমন কি কোন নিয়ম আছে যার থেকে যম যন্ত্রণা এড়ানো যায়?

তখন যমদূতেরা রাজকুমারীকে একটি পুরনো ঘটনার কথা বললেন, তারা বলতে শুরু করলেন যমদেব একদিন যমদূতেদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা যে আমার আদেশে পাপীদের বিভিন্ন কুণ্ডে ফেলে শাস্তি দাও, তোমাদের কষ্ট হয় না? যমের প্রশ্নের উত্তরে যমদূতেরা বললেন, প্রভু এটাই আমাদের কর্তব্য। আপনার আদেশ পালন করে নিজ ধর্ম পালনে কোন আবেগ কষ্টকে আমাদের অন্তরের স্থান দিতে নেই। কিন্তু প্রভু, এমন কি কোন বিধান আছে যাতে মানুষ যমযন্ত্রণা এড়াতে পারে?

এই প্রশ্ন শুনে যমরাজ বললেন যে, ধনতেরাসের দিন সন্ধ্যায় বাড়ীর উঠানে আমার নামে দক্ষিণ দিকে প্রদীপ সমর্পণ করলে তারা আর যম যন্ত্রনা পায় না। দীর্ঘ নীরোগ জীবন যাপন করে। যমদূতেরা তখন সেই কথাই রাজকন্যাকে বলেন। তারপর থেকে ধনতেরাসের তিথিতে বাড়ির উঠানের দক্ষিণ দিকে যমের নামে প্রদীপ দেওয়া হয়। নিজেদের সৌভাগ্য বৃদ্ধির জন্য, আরোগ্য কামনার জন্য এবং সর্বোপরি যম যন্ত্রণার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য।

তথ্য সহায়তা- ইন্টারনেট

আরো পড়ুন