---Advertisement---

১০০দিনের কাজ খতিয়ে দেখতে বর্ধমানে কেন্দ্রীয় প্রতিনিধিদল

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ১০০ দিনের প্রকল্পে কাজ খতিয়ে দেখতে সোমবার পূর্ব বর্ধমানে এলেন কেন্দ্রীয় সরকারের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। এদিন সার্কিট হাউসে তাঁরা জেলাশাসক সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পূর্ব বর্ধমান জেলায় ১০০ দিনের কাজের খতিয়ান দেখার পাশাপাশি খোঁজখবর নেন বাংলা আবাস যোজনা প্রকল্পের বিষয়েও। 

বিজ্ঞাপন

এরপরই জেলা প্রশাসনের দেওয়া ১০০ দিনের কাজের খতিয়ান দেখে প্রতিনিধি দল গলসী, মঙ্গলকোট, খণ্ডঘোষ প্রভৃতি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা ঘুরে দেখার কথা জানান। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিনিধিদল পূর্ব বর্ধমান জেলায় ১০০ দিনের প্রকল্পে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। প্রতিনিধি দলের সদস্যরা কয়েকটি পঞ্চায়েত এলাকাও ঘুরে দেখবেন। সভাধিপতি জানিয়েছেন, সোমবার থেকে শনিবার পর্যন্ত তাঁরা জেলায় থাকবেন। ২৩ জানুয়ারী তাঁরা ফিরে যাবেন। 

সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করার পর কেন্দ্রীয় প্রতিনিধি দলটি দক্ষিণ দামোদরের খণ্ডঘোষ ব্লকে যান। সেখানে প্রথমে লোধনা গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজ খতিয়ে দেখেন। এরপর তাঁরা খণ্ডঘোষ পঞ্চায়েতেও যান। সভাধিপতি জানিয়েছেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলটি নিজেদের পছন্দ অনুযায়ী পঞ্চায়েত এলাকায় যাবেন। 

১০০ দিনের প্রকল্পে বিশেষত কি কি সম্পদ সৃষ্টি করা হয়েছে সেগুলি তাঁরা খতিয়ে দেখবেন। একইসঙ্গে আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়েও খোঁজখবর নেবেন। ১০০ দিনের কাজের পাশাপাশি বাংলা আবাস যোজনা খাতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কতগুলি বাড়ি তৈরী হয়েছে, কিভাবে তৈরী হয়েছে প্রভৃতি বিষয়গুলিও এই কেন্দ্রীয় প্রতিনিধিদলটি খতিয়ে দেখবেন বলে জানা গেছে।
See also  বর্ধমানে চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনার ৬মাস পর গ্রেফতার বিজেপির সক্রিয় দুই কর্মী, আলোড়ন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---