---Advertisement---

বর্ধমানে মঙ্গলবার থেকে ফের খুলে যাচ্ছে চা ও খাবারের দোকান

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সাতদিন টানা বন্ধ থাকার পর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে ফের খুলে যাচ্ছে বর্ধমান শহরের চায়ের দোকান। পাশাপাশি খোলা থাকবে রাস্তার পাশে খাবারের দোকানও। সোমবার এই মর্মে নির্দেশিকা জানিয়ে দিলেন বর্ধমান উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস।

বিজ্ঞাপন

 মহকুমা শাসক জানিয়েছেন, চায়ের দোকান ও খাবারের দোকান খোলা থাকলেও কোনো ধরণের জমায়েত করা যাবে না কোনো দোকানে। সেক্ষেত্রে পুলিশ কে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ নজরদারি চালানোর জন্য। কোনো দোকানে যদি ভিড় দেখা যায় সেই চায়ের অথবা খাবারের দোকান বন্ধ করে দেওয়া হবে।

 বাকি কোভিড নিয়ম মেনে ব্যবসা করতে পারবেন ব্যবসায়ীরা। যদিও সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত দোকান খুলে রাখার যে নিয়ম জারি করা আছে তা বলবৎ থাকছে। এদিকে ফের চায়ের দোকান এবং খাবারের স্টল খোলার খবরে খুশির হওয়া বর্ধমানে দোকানদারদের মধ্যে। 

See also  দামোদর নদের ইদিলপুর বালিঘাটে প্রশাসনিক অভিযান, আটক ট্রাক্টর
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---