ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: ১৮দিন আগের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে হুগলির সিঙ্গুর, গুরাপ ও শ্রীরামপুর থেকে ৩ জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে প্রচুর মোবাইল, ট্যাব, ল্যাপটপ, হোম থিয়েটার সহ লক্ষাধিক টাকার বেশি মাল উদ্ধার উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী।
বৃহস্পতিবার জামালপুর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী বলেন, “ অক্টোবর মাসের ২৩ তারিখ রাতে জৌগ্রামের আমড়া মোড় এলাকায় এস এস মোবাইল পয়েন্ট অ্যান্ড গিফট সেন্টার নামে একটি দোকানের পিছন দিকের অংশ ভেঙে অনেক মোবাইল সহ অন্যান্য জিনিস চুরি হয়। জামালপুর থানায় এই বিষয়ে অভিযোগ জমা পড়ার পর তদন্তে নামে জামালপুর থানার পুলিশ।
আর তাতেই বড়সড় সাফল্য আসে। থানার আই সি রাকেশ সিং তাঁর টেকনিক্যাল ও অন্যান্য সোর্স কাজে লাগিয়ে হুগলির একাধিক জায়গা থেকে পীযুষ হালদার, মৃত্যুঞ্জয় সাউ ও মানু সাঁতরা নামে তিনজনকে গ্রেপ্তার করেন। চুরি যাওয়া প্রচুর মাল উদ্ধারের পশাপাশি অন্যান্য প্রচুর জিনিস ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। সেই সমস্ত জিনিস কোন কোন জায়গায় থেকে দুষ্কৃতীরা চুরি করেছিল সেই বিষয়ে নিশ্চিত হতে ধৃতদের এদিন বর্ধমান আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।”