---Advertisement---

বর্ধমানে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত এক, আহত এক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মঙ্গলবার সকালে বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক লরি চালকের। গুরুতর আহত ঘাতক ডাম্পারের চালকও। শক্তিগড় থানা সূত্রে জানা গেছে, এদিন ২নং জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় একটি বালির লরির টায়ার ফেটে যায়। স্বস্তিপল্লী এলাকায় জাতীয় সড়কের ধারে লরিটি কে দাঁড় করিয়ে চালক চাকা লাগানোর কাজ করছিলেন। 

বিজ্ঞাপন

সেই সময় শক্তিগড়ের দিকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বালির লরিটির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় লরি চালকের। অন্যদিকে ডাম্পারের চালকও গুরুতর জখম হয়। ঘটনার খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জখম চালক কে দ্রুত অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দূর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িকেই আটক করে শক্তিগড় থানায় নিয়ে গেছে পুলিশ।
See also  অবশেষে বর্ধমানে মহরম ও মা - এর কার্নিভালের বিজয়ীদের পুরস্কৃত করা হল, মহরমে মেহেদীবাগান ও কার্নিভালে সবুজ সংঘ প্রথম
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---