---Advertisement---

খুনের ঘটনার প্রায় ৩বছর ৪মাস পর অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: এক ব্যক্তিকে খুন ও আরো দুজনকে খুনের চেষ্টার ঘটনার প্রায় তিন বছর চার মাস পর অভিযুক্ত ব্যক্তির সাজা ঘোষণা হল কালনা অতিরিক্ত জেলা দায়রা আদালতে। বুধবার অভিযুক্ত খোকন মাঝি নামে ওই ব্যক্তির যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন বিচারক সুধীর কুমার। এই মামলার সরকারি আইনজীবী মলয় পাঁজা এদিন বলেন, ‘২০১৯ সালের ১১ জুলাই কালনা থানার রুকুসপুর গ্রামে ঝাপান মেলা চলছিল। সেই মেলায় মাইক ভাড়ায় দিয়েছিলেন স্থানীয় দক্ষিণ দুর্গাপুরের ব্যবসায়ী অভিজিৎ সিং।

বিজ্ঞাপন

মেলা চলাকালীন বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়ায় হঠাৎ করে মাইক বন্ধ হয়ে যায়। আর সেই কারণে স্থানীয় বাসিন্দা খোকন মাঝি অভিজিৎ সিংয়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। উত্তেজিত হয়ে সেই সময় ধারালো অস্ত্র দিয়ে অভিজিৎ সিংয়ের গলায় আঘাত করে খোকন।অভিজিতের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি রাজীব সিং ও পিকাই হালদারের উপরও ধারালো অস্ত্র চালিয়ে দেয় সে। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অভিজিৎ সিংকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মৃতের বাবা প্রশান্ত সিং কালনা থানায় অভিযুক্ত খোকন মাঝির নামে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে খোকন মাঝিকে ঘটনার পরের দিনই গ্রেফতার করে কালনা থানার পুলিশ। তারপর থেকেই অভিযুক্ত বিচারাধীন বন্দী ছিল। প্রায় ২৪ জন সাক্ষী যাদের মধ্যে পুলিশ, চিকিৎসক সহ অন্যান্যদের সাক্ষ্যগ্রহন পর্ব শেষ হওয়ার পর গতকাল খোকন মাঝি কে বিচারক দোষী সাব্যস্ত করেন। আর আজ বুধবার দুপুরে আসামির যাবজ্জীবন সাজা শোনানো হয়। অভিযুক্তের আইনজীবী শুভ্র রায় এদিন জানিয়েছেন,তার মক্কেলকে ফাঁসানো হয়েছে। তারা উচ্চ আদালতে এই কেসের বিচার চেয়ে আবেদন জানাবেন।

See also  শিকার পরব ঘিরে বন্যপ্রাণী শিকার আদিবাসীদের, বিক্ষোভে ঘেরাও বনদপ্তরের আধিকারিকরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---