ভাতারে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, গুলি চলার অভিযোগ, আহত সাতজন, উত্তেজনা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার: ২৭জুন বর্ধমানে মুখ্যমন্ত্রীর আগমনের আগেই শুক্রবার সকালে ভাতারের মোহনপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ এদিন বোমাবাজি ও গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের সাতজন বলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের মধ্যে গুরুতর জখম অবস্থায় চারজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। সংঘর্ষের সময় স্থানীয় রাজা বাগদি নামে একজনকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন  তৃণমূল নেতা সান্তনু কোনার।

বিজ্ঞাপন
বর্ধমান মেডিকেল নিয়ে আসা আহতরা বিধায়ক মানগোবিন্দ অধিকারীর অনুগামী বলে দাবী করেছেন। জানা গেছে, জমি দখলকে কেন্দ্র এদিন মোহনপুর গ্রামে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঠি, টাঙ্গি, লোহার রড ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ করেছেন আহতরা। বর্ধমান হাসপাতাল সুত্রে জানা গেছে, আহত চারজন ব্যক্তির নাম ভজন গোস্বামী, সেখ ঝন্টু,মিলন কুন্ডু, অমিত মল্লিক। তাদের সকলের বাড়ি মোহনপুরে। ঘটনার পর ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন