---Advertisement---

আউশগ্রামে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার ৪টি আগ্নেয়াস্ত্র

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: ৪টি আগ্নেয়াস্ত্র সহ একজন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল আউশগ্রাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সাইফুল খান। তার বাড়ি মঙ্গলকোটের ঝিলেরা এলাকায়। বুধবার দশদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। বিচারক আসামির সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সাইফুল দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারের সাথে যুক্ত রয়েছে। এলাকায় সাইফুল কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত ছিল। পুলিশের কাছে খবর ছিল মঙ্গলবার গভীর রাতে সাইফুল এলাকায় আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে এসেছে। এরপরই আউশগ্রাম থানার পুলিশ অভিযানে বেরিয়ে বাবুরবাঁধ মোড়ের কাছে সাইফুলকে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরে ফেলে। ধৃতের কাছ থেকে পুলিশ ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সাইফুলের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে এই সমস্ত আগ্নেয়াস্ত্র সে কোথায় পেল এবং কাকে সরবরাহ করতে এসেছিল। এছাড়াও এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে সেব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে।

See also  বর্ধমানে বিজেপি নেতা কর্মীদের ফেলে পেটানোর ঘটনার প্রতিবাদ জানাতে পুলিশ সুপারের কাছে দুই সাংসদ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---