---Advertisement---

জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন মেহেমুদ খান

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: এক ব্যক্তি এক পদ মেনে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান। দলের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মেহেমুদ খান। মেহেমুদ খান বলেন, “সাতদিন আগে এই বিষয়ে আবেদন জানিয়ে বর্ধমান দক্ষিণ মহকুমা শাসকের কাছে আবেদন পত্র জমা দিয়েছিলাম। দলের নির্দেশ মেনেই আমি পদত্যাগ করেছি।” প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বর্ধমান দক্ষিণ মহকুমা শাসকের দফতরে শুনানির পর মেহেমুদ খানের পদত্যাগের আবেদন মঞ্জুর করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত পূর্ব বর্ধমানের জামলপুর পঞ্চায়েত সমিতির সভাপতির ছিলেন মেহেমুদ খান। পাশপাশি, জামালপুর ব্লকের তৃণমূলের সভাপতির পদেও ছিলেন তিনি। দলের নির্দেশ অনুসারে কোনও ব্যক্তি একই সঙ্গে দুটি সাংগঠনিক পদে থাকতে পারবেন না বলে দলের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সেই নীতি মেনেই মেহেমুদ খানকে নির্দেশ দেওয়া হয়। এর পরই তিনি পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে সরে দাঁড়ান।

See also  ৩০ এপ্রিল থেকে ৬ মে, বর্ধমানে প্রচারে আসছেন মোদী, মমতা, অমিত শাহ, অভিষেক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---