ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লক, মহকুমা থেকে বর্ধমান শহরেও পয়লা জানুয়ারি পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। গোটা জেলা জুড়েই এদিন মহা সমারোহে পালিত হয়েছে দলীয় এই দিনটি। পাড়ায় পাড়ায় সকাল থেকেই মিষ্টি বিতরণ সহ একাধিক কর্মসূচী পালন করেছে তৃণমূলের শাখা সংগঠনের নেতা-কর্মীরা। এদিন তৃণমূল কংগ্রেসের মূল অনুষ্ঠানটি হয় বর্ধমান শহরের কালিবাজারের তৃণমূল ভবনে। এদিন দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ জেলা নেতারাও। দলের জেলা অফিসে এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মর্ধনাও জানানো হয়।
এদিন জেলা তৃণমূল কংগ্রেস ভবনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন, যাঁদের রক্তের বিনিময়ে আজ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছেন তাঁদের যেন ভুলে না যাই। তৃণমূল সেই সমস্ত শহীদ পরিবারের পাশে আছে। এদিন জেলা তৃণমূল অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস সহ অন্যান্যরা।