---Advertisement---

রাতে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সজারু, হতবাক এলাকাবাসী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: তাজ্জব ব্যাপার! রাত তখন প্রায় দশটা বেজে গেছে। পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ৫ নং ওয়ার্ডের টেলিফোন ময়দান সংলগ্ন কে জি বসু সরণির রাস্তা ধরে দিব্যি হেঁটে চলেছে একটি সজারু। কিভাবে এখানে চলে এলো নিখাদ এই বন্যপ্রাণী সজারু? এও কি সম্ভব? শীতের রাতে পথ চলতি কিছু মানুষের চোখে এই ঘটনা আসতেই হতবাক তারাই।

বিজ্ঞাপন

 

কিভাবে সজারু শহরের রাস্তায় চলে এলো। তবে লাগাতার বন দফতরের সচেতনতার সুফল এটাই যে প্রত্যক্ষদর্শী এলাকার মানুষ দ্রুত এই ঘটনার খবর বন দপ্তরকে জানিয়ে দেন। রাত প্রায় ১২টা নাগাদ বন দপ্তরের উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরীহ, অসহায় সজারু টিকে উদ্ধার করে নিয়ে যায়। অধিক রাতে এই ঘটনা সামনে আসায় এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

See also  পুজোর ছুটির সুযোগে পাল্লারোডে দামোদরের বাঁধ কেটে নদীবক্ষে জেসিবি নামিয়ে চলছে রাস্তা তৈরির কাজ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---