---Advertisement---

বর্ধমানে ডাউন কাঞ্চনজংঘা এক্সপ্রেস থেকে বিরল প্রজাতির দুটি সজারু উদ্ধার করল আরপিএফ, গ্রেপ্তার তিন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ( CIB) এর তথ্যের ভীতিতে সি আই বি ও বর্ধমান স্টেশনের আরপিএফ যৌথ অভিযান চালিয়ে ডাউন কাঞ্চনজংঘা এক্সপ্রেস এর বাতানুকুল কামরা থেকে রবিবার বিকেল ৫টা ১০ নাগাদ একটি বড় চটের ব্যাগে দুটি বিরল প্রজাতির সজারু উদ্ধার করল। এই ঘটনায় যুক্ত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরপিএফ। সজারু ধরা পরার পরই আরপিএফ পোস্টের পক্ষ থেকে বর্ধমান বন বিভাগে খবর দেওয়া হয়। বন দপ্তর থেকে একজন রেঞ্জ অফিসারের নেতৃত্বে কর্মীরা আরপিএফ পোস্টে এসে সজারু দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বন দপ্তরের রেঞ্জ অফিসার কাজল বিশ্বাস বলেন,’ দুটি ধবধবে সাদা রঙের হিমালয়ান সজারু আরপিএফ উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছে। প্রাথমিকভাবে সজারু দুটি শারীরিক ভাবে সুস্থ বলেই মনে করা হচ্ছে। তবে আমদের বন দপ্তরের চিকিৎসক সজারু দুটির চিকিৎসা করার পরই সেগুলোর অবস্থা সম্পর্কে জানা যাবে। পরবর্তীতে এই দুটি বিরল প্রজটির সজারু কে কোথায় রাখা হবে বা ছাড়া হবে সেই বিষয়ে জেল বিভাগীয় বিনাধিকারিক সিদ্ধান্ত নেবেন।’

আরপিএফ সূত্রে জানা গেছে, সিআইবি – এর তথ্যের ভিত্তিতে এদিন বিকেলে বর্ধমান স্টেশনের ৫নং প্লাটফর্মে ডাউন কাঞ্চনজংঘা এক্সপ্রেসে অভিযান চালানো হয়। ট্রেনের একটি এ সি কামরায় তল্লাশি চালিয়ে একটি বড় চটের ব্যাগের ভিতর দুটি সজারু উদ্ধার করা হয়। সঙ্গে এই সজারু দুটিকে যে তিনজন নিয়ে আসছিল তাদেরকেও আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, সজারু গুলোকে শিয়ালদহ নিয়ে যাবার পরিকল্পনা ছিল তাদের। সেখানেই মেয়াদ নামে এক ব্যক্তির কাছে প্রায় এক লক্ষ টকার বিনিময়ে সজারু দুটিকে বিক্রি করার পরিকল্পনা ছিল ধৃতদের। এরপরই বন্যপ্রাণী পাচার ও বিক্রি করার অপরাধে তিনজনকেই গ্রেপ্তার করে আরপিএফ। আগামীকাল ধৃত ব্যক্তিদের বর্ধমান আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরপিএফ সূত্রে জানা গেছে, ত্রিপুরার ধর্মানগর থেকে ধৃতরা এই সজারু গুলোকে নিয়ে আসছিলো। ট্রেনের বতানুকুল কামরায় রেলের চুক্তিভিত্তিক কর্মী তরুণ কুমার ঘোষের হেফাজতে সজারু রাখা ব্যাগ টিকে রেখেছিল অন্য দুই ধৃত  গণেশ সাউ ও পিন্টু কুমার। আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃত তরুণ কুমার ঘোষের বাড়ি উত্তর ২৪পরগনার গোপালপুর। অন্যদিকে গণেশ সাউ এর বাড়ি ঝাড়খণ্ড এর গিরিডি এবং পিন্টু কুমারের বাড়ি দিল্লি তে।

See also  রায়নার এক সময়ের জমিদার মিত্র পরিবারের দুর্গা মণ্ডপের পাশেই নরবলি দেওয়া হতো - কারণ কি জানেন?
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---