---Advertisement---

বিহারে খুন করে বর্ধমানে লুকিয়েছিল খুনি, তিনমাস পর বর্ধমান থেকে গ্রেপ্তার করল বিহার পুলিশ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বিহারে খুন করে পালিয়ে এসে বর্ধমানে বাড়ি ভাড়া নিয়ে গা ঢাকা দিয়েছিল খুনি। শনিবার সকালে সেই ভাড়া বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে বিহার পুলিশ। ধৃতের নাম ইরশাদ হোসেন। বাড়ি বিহারের ভাগলপুরের নাথনগর থানার মোমিনতোলা এলাকায়। খুন করে পালিয়ে আসার পর বর্ধমান শহরের দুবরাজদিঘিতে বাড়ি ভাড়া নিয়ে সে গাঢাকা দিয়ে থাকছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের মোবাইল ফোনের সূত্র ধরেই আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয় বিহার পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, মাস তিনেক আগে জমি বিবাদের জেরে মোমিনতোলা থানা এলাকার এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়। গত বছর ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে নাথনগর থানায় অভিযোগ জমা পড়ে। অভিযোগ পেয়ে পরিকল্পনা করে খুন ও অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে বিহার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে খুনে ইরশাদের জড়িত থাকার বিষয়ে জানতে পারে পুলিস। এরপর মোবাইল ফোনের সূত্র ধরে বর্ধমানের দুবরাজদীঘি এলাকায় ইরশাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।

ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করে তদন্তের প্রয়োজনে বিহারে নিয়ে যেতে ৩ দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় নাথনগর থানার তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম। নির্ধারিত সময়ের মধ্যে ধৃতকে ভাগলপুরের সিজেএম আদালতে পেশ করে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সিজেএম।

See also  ৭৫লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার তিন মহিলা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---