স্কুলের পানীয় জলের কল খারাপ, বন্ধের মুখে মিড ডে মিল

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: দীর্ঘদিন ধরে স্কুলের জলের কল খারাপ। পড়ুয়াদের জল খেতে গেলে যেতে হচ্ছে এলাকায় অন্যের বাড়িতে। এমনকি জলের সমস্যায় এবার স্কুলের মিড ডে মিল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি থেকে ব্লক অফিসে জলের কল মেরামত করার বিষয়ে চিঠি লিখে জানানোর পরও এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেই অভিযোগ করেছেন মেমারি ১ব্লকের দলুইবাজার ১পঞ্চায়েতের পাল্লারোড নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর ঘোষ।

বিজ্ঞাপন

দীপঙ্কর বাবু জানিয়েছেন, গত সপ্তাহ খানেক ধরে স্কুলের একমাত্র হাত কল টি অকেজো হয়ে আছে। এর আগেও এই কলের জল কেউ খেতে পারছিল না। কল থেকে হলুদ জল বেরোচ্ছিল। পরীক্ষা করে দেখা গিয়েছিল জলে যে পরিমাণ আয়রন রয়েছে সেটা পান করলে শরীরের পক্ষে ক্ষতিকর। ফলে গ্রামের অন্যের বাড়ি থেকে পানীয় জল নিয়ে এসে মিড ডে মিলের রান্নার ব্যবস্থা করা হচ্ছে। প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ বালতি জল বাইরে থেকে বয়ে নিয়ে আসতে হচ্ছে রান্নার জন্য। এমনকি পড়ুয়ারাদেরও স্কুলের পাশে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে জল নিয়ে এসে খেতে হচ্ছে।

অবিলম্বে জলের কল ঠিক না হলে মিড ডে মিল বন্ধ করে দিতে হবে। প্রধান শিক্ষক জানিয়েছেন, একাধিকবার প্রশাসনিক স্তরে স্কুলে সাবমার্সিবল বসানোর জন্যও আবেদন জানানো হয়েছে, কিন্তু এখনও তারও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে স্কুলের একমাত্র হাত কল খারাপ হয়ে যাওয়ার স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী থেকে মিড ডে মিলের কর্মীরা সকলেই চরম সমস্যায় পড়েছেন।

দলইবাজার ১পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘোষ কে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন,’ আমার কাছে স্কুলের কল খারাপের বিষয়ে কোন চিঠি আসেনি। অভিযোগ পেলে পঞ্চায়েত থেকে  যেকোনো স্কুলের জলের কল সঙ্গে সঙ্গে মেরামত করার ব্যবস্থা করা হয়। তবে বিষয়টা খোঁজ নিয়ে দেখছি।’ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বলেন, ‘ স্কুলের একমাত্র জলের কল খারাপ বা অস্বাস্থ্যকর জল বেরোচ্ছে কল থেকে এই বিষয়ে আপনার কাছেই শুনলাম। দ্রুত এব্যাপারে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছি।’ যদিও মেমারি ১ বিডিও আলী মহ: ওয়ালি উল্লাহ কে এই বিষয়ে জানতে ফোন করা হলে উনি ফোন ধরেননি।

আরো পড়ুন