---Advertisement---

বর্ধমানে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা সহ গ্রেপ্তার এক ব্যক্তি

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের নবাবহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশের বিশেষ টিম। জেলা পুলিশের ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল নবাবহাটে নাকাচেকিং শুরু করে। সেই সময় একটি চার চাকা গাড়ি থেকে প্রভাত চন্দ্র নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

 ওই ব্যক্তির কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল এবং একটি ওয়ান শার্টার পিস্তল উদ্ধার হয়। এরপর ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি বর্ধমান থানার লোকো আমবাগান রেল কোয়ার্টার থেকে ন’টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।

এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃত ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। পাশাপাশি ধৃত ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র এবং তাজা বোমা মজুদ থাকার কারণ অনুসন্ধানের জন্য পুলিশ আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। এদিনই উদ্ধার হওয়া বোমা গুলোকে 

নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল স্কোয়ার্ড কে খবর দেওয়া হয়েছে।

See also  পণের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা! স্বামীর স্বীকারোক্তিতে চাঞ্চল্য জামালপুরে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---