ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সারা বছর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এঁরাই ভোর থেকে কাজ করেন। কেউ বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করেন। আবার কেউ এলাকার নর্দমা সাফ করেন তো কেউ রাস্তাঘাট ঝাঁট দিয়ে পরিষ্কার করেন। এমনই পাঁচজন মহিলা পুরুষ সাফাই কর্মীকে সম্মান জানানোর পাশাপাশি তাঁদের হাতে পুরস্কার তুলে দিলেন বর্ধমান শহরের ৬নং ওয়ার্ডের ৬৮নম্বর পার্ট এর নব দেবনাথ।
সোমবার কালনা গেট সংলগ্ন শিবশঙ্কর শিশু উদ্যানে শিব শঙ্কর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রায় পাঁচশ জন এলাকাবাসী কে নিয়ে শীতকালীন পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সন্ধ্যে থেকেই মঞ্চে কচিকাঁচা দের নানান পারফরমেন্সের সাথে বাংলা, আধুনিক ও হিন্দি সিনেমার কিছু হিট গান গেয়ে উপস্থিত এলাকাবাসীর মন জয় করে নেয় পাড়ারই মেয়ে শুভমিতা কর্মকার, রবি দেবনাথ প্রমুখরা।
ক্লাবের সভাপতি তথা ওয়ার্ডের ৬৮নম্বর পার্ট এর তৃণমূল কর্মী নব দেবনাথ বলেন,’ প্রতিবছর আমার এই পার্ট এর বসবাসকারী প্রায় পাঁচশ, সাড়ে পাঁচশ মানুষ কে নিয়ে পিকনিকের আয়োজন করি। প্রতিবছর এই পিকনিকের আয়োজন হয় ২৬জানুয়ারি। কিন্তু এবছর সরস্বতী পুজো পড়ে যাওয়ায় এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে আসা হয়েছে। আজ ২৩জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন। তাই এই দিনটিকেই এবছরের পিকনিকের জন্য বেছে নেওয়া হয়েছে।’
নব দেবনাথ বলেন, ‘ বাৎসরিক এই মিলন উৎসবে নাচ, গান , খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদের পাড়া কে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যারা সারাবছর আমাদের বাসযোগ্য করে রাখেন এমন তিনজন মহিলা ও দুজন পুরুষ বর্ধমান পুরসভার সাফাই কর্মী কে পুরস্কৃত করা হয়েছে।’