---Advertisement---

লটারির টিকিট জাল করে বিক্রির অভিযোগে মাধবডিহি তে গ্রেপ্তার তিন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,মাধবডিহি: লটারির টিকিট জাল করে বিক্রি করার অভিযোগে মাধবডিহি থানার পুলিশ গ্রেপ্তার করল তিনজনকে। ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বেশ কিছু ভুয়ো লটারির টিকিট। পুলিশ সূত্রে জানা গেছে, মাধবডিহি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে লটারি টিকিট বিক্রির অভিযোগ আসছিল। 

বিজ্ঞাপন

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাধবডিহি থানার পুলিশ পহলামপুর, ছোটবৈনান ও কাইতি বাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল মানিক বারিক (৪৫), পান্না বাগ(৩৫) এবং তাপস রায়(২৪)। জানা গিয়েছে বেআইনিভাবে লটারি টিকিট তৈরি করে বিক্রি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ ধৃতদের কাছ থেকে বেশকিছু ঘষা লটারি টিকিট বাজেয়াপ্ত করেছে। ধৃতদের এদিন বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।
See also  আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত আরো একজন গ্রেপ্তার বর্ধমানে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---