উগ্রক্ষত্রিয় সমিতির সভায় সংগঠনকে শক্তিশালী করার দাবি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: উগ্রক্ষত্রীয় সমিতির ১২ তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার, ১৯ ফেব্রুয়ারি বর্ধমান লায়ন্স ক্লাব ভবন সভাকক্ষে। সম্মেলনের শুরুতে প্রয়াত সদস্য স্বদেশ রায়ের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত ভাষণ দেন সমিতির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ কোনার। সংগঠনের সভাপতিত্ব করেন ওম প্রকাশ যশ।

বিজ্ঞাপন

এদিন সাধারণ সভা থেকে ২১ জন সদস্য বিশিষ্ট একটি পরিচালন কমিটি গড়ে তোলা হয়। আগামীদিনে এই সমিতি কে আরো সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই নতুন পরিচালন কমিটি করা হল বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ কোনার। উল্লেখ্য সভায় উপস্থিত নবাগত তরুণ সদস্যরাও আগামীতে সবরকম সহযোগিতার আশ্বাস দেন এদিন।

স্বাগত ভাষণে সমিতির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ কোনার তাঁর বক্তব্যে কিছুটা আক্ষেপের সুরে বলেন,’ কিছু সদস্যের বিরোধিতা এবং পরস্পর বিরোধী মন্তব্যের জন্য সংগঠনের ক্ষতি হচ্ছে। ২০১৬ থেকে সংগঠন উগ্র ক্ষত্রিয়দের ওবিসি (OBC) গণ্য করার জন্য সরকারি স্তরে আবেদন করে আসছে। মুখ্যমন্ত্রীর কাছেও এই দাবী পেশ করা হয়েছে। উগ্রক্ষত্রিয় সমিতির সকল সদস্যদের তিনি এই ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের পরবর্তী কর্মসূচিতে অচিন্ত্য যশ সমিতির আয়-ব্যয়ের হিসেব তুলে ধরেন। প্রকাশ করা হয় সমিতির স্মরণিকা। সংগঠনের সক্রিয় সদস্য সর্বজিত যশ বলেন,’ রাজকৃষ্ণ দাঁ ও শৈলেন সামন্ত মহাশয় ১৯৯৬ সাল থেকে উগ্রক্ষত্রিয় কমিশনে বার বার হাজিরা দিয়ে চেষ্টা করেছেন উগ্রক্ষত্রীয়দের ওবিসি পর্যায়ে ভুক্ত করতে। কিন্তু তারা সে বিষয়ে ব্যর্থ হয়েছেন। বর্তমান প্রজন্মের উচিত এ ব্যাপারে উপযুক্ত উদ্যোগ গ্রহণ করা।’ 

আরো পড়ুন