উত্তরপ্রদেশ থেকে মুর্শিদাবাদে পাচারের আগেই বর্ধমান পুলিশের জালে গাড়ি ভর্তি নিষিদ্ধ মাদক, গ্রেপ্তার দুই

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: লরি করে উত্তরপ্রদেশ থেকে মুর্শিদাবাদের সুলতানগঞ্জ নিয়ে যাবার পথে বর্ধমান সিউড়ি রোডের বীরপুর এলাকায় বর্ধমান থানার পুলিশের জালে ধরা পড়ল প্রায় ৪ হাজার ২০০শিশি অবৈধ ফেনসিডিল সিরাপ (মাদক!)। গোপনসূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ রীতিমত জাল বিছিয়ে মঙ্গলবার সকাল থেকে অপেক্ষা করার পর দুপুরে বর্ধমানের নবাবহাট এলাকার বর্ধমান – সিউড়ি রাস্তার বীরপুর এলাকায় এক গাড়ি থেকে আরেকটি গাড়িতে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ মাদক হাত বদল করার সময় হাতেনাতে ধরে এই মাদক কারবারিদের। পুলিশ জানিয়েছে, কোনো বৈধ কাগজ দেখাতে না পাড়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে দুটি লরির চালককে। বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত মাল। আগামীকাল অর্থাৎ বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশের ডিএসপি ট্র্যাফিক ২ রাকেশ চৌধুরী বলেন,’ আমাদের কাছে বিশেষ সূত্রে খবর ছিল উত্তরপ্রদেশ থেকে মুর্শিদাবাদে কয়েক হাজার বোতল নিষিদ্ধ মাদক বর্ধমানের উপর দিয়ে পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই প্রস্তুতি নেওয়া হয়। বর্ধমান থানার পুলিশের একটি টিম সকাল থেকেই বর্ধমান সিউড়ি রোডের নবাবহাট এলাকা জুড়ে নজরদারি শুরু করে। দুপুরের দিকে বীরপুর মোড় এলাকায় একটি লরি এসে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে আরেকটি লরি ওই জায়গায় আসতেই এক গাড়ি থেকে আরেক গাড়িটিকে পর এক সাদা বস্তা চটের বস্তা ওঠাতে শুরু করে। আমাদের অফিসারেরা এইসময় গাড়ি দুটিকে ঘিরে ফেলে। দুটি লরির চালক কেই আটক করা হয়। তাদের কাছে কাগজপত্র দেখাতে চাওয়া হয়। সেইসব কিছুই দেখতে না পারায় পুলিশ বিপুল পরিমাণ এই নিষিদ্ধ সিরাপ (মাদক হিসেবেও ব্যবহার হয়) সহ লরি দুটিকে আটক করেছে। আটক করা হয়েছে গাড়ির চালকদের।

গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই কারবারের সঙ্গে আরো কারা জড়িত, কিভাবে এই অবৈধ কারবার চলছে ইত্যাদি জানার জন্য ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে।’ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিরূপ ভট্টাচার্যকে ডেকে পাঠানো হয়। সমস্ত মাল বাজেয়াপ্ত করার আগে তাঁর উপস্থিতিতেই খোলা হয় বোতলগুলি। অভিরূপ ভট্টাচার্য বলেন, ‘পুলিশের সোর্স মারফৎ খবরের ভিত্তিতে লরি দুটিকে আটক করে সেখান থেকে নিষিদ্ধ কয়েক হাজার মাদকের বোতল উদ্ধার করা হয়েছে। প্রায় চার হাজার দুশো বোতল এই নেশার তরল মাদক উদ্ধার হয়েছে। দুজন লরির চালক কে আটক করে নিয়ে যায় পুলিশ।’

আরো পড়ুন