সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ, কলকাতা থেকে বর্ধমানে গাড়ি কিনতে এসে প্রতারকদের খপ্পরে খোয়ালেন ২লক্ষ টাকা

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ফেসবুকে সস্তায় চারচাকা গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে প্রলোভনে পড়ে বর্ধমানে গাড়ি কিনতে এসে প্রতারকদের খপ্পরে পড়ে দু লক্ষ পাঁচ হাজার টাকা খোয়ালেন কলকাতার বেলঘরিয়া এলাকার এক ব্যক্তি। শঙ্কর সাহা নামে প্রতারিত ওই ব্যক্তি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

শঙ্কর সাহা ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন,’ কিছুদিন আগে ফেসবুকে মার্কেট প্লেস নামে একটি পেজে বিজ্ঞাপন দেখে চারচাকা গাড়ি কেনার জন্য সেখানে দেওয়া একটি ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করি। রাজ ব্যানার্জী নামে এক ব্যক্তির সঙ্গে কথা হওয়ার পর গাড়ি কেনার ব্যাপারে ডিল ফাইনাল হয়। ওই ব্যক্তি আজকে বর্ধমান থানার প্যামরা গ্রামের কাছে গাড়ি নেওয়ার জন্য আমায় আসতে বলে। সেইমত এদিন দু লক্ষ পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসি। কিন্তু প্যামরা খালের কাছে আসতেই দেখি সেখানে চারজন ব্যক্তি দাঁড়িয়ে আছে।

তারা পুলিশ পরিচয় দিয়ে আমাকে সার্চ করার কথা বলে। আপত্তি জানালে আমাকে মারধর করে আমার কাছ থেকে টাকার ব্যাগটি নিয়ে নেয়। কিছু বললে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। এরপর আমাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে ওই লোকেরা পালিয়ে যায়। আমি সমস্ত ঘটনার কথা জানিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেছি। এখন পুলিশ তাদের মতো করে অনুসন্ধান করে দুষ্কৃতীদের বের করুক।’

পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় প্রতারণার ফাঁদ পেতে প্রায় প্রতিদিনই প্রতারকরা প্রতারণার জালে জড়িয়ে জর্জরিত করছে বহু মানুষকে। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ ভাবে। এরপরও অনেকেই সচেতন হচ্ছেন না। বিভিন্ন প্রলোভনে জড়িয়ে আর্থিক ভাবে সর্বশান্ত হচ্ছেন। এদিন ঘটনাও একই। প্রতারিত ব্যক্তি অভিযোগ জানিয়েছেন, তদন্ত শুরু করা হয়েছে।

আরো পড়ুন