বর্ধমানে পুলিশের হানাদারি, বাজেয়াপ্ত পানমশালা, মদ

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: দুর্নীতি দমন শাখা, বর্ধমান থানার পুলিশ এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে শনিবার বর্ধমান শহরের তেতুঁলতলা বাজারে হানাদারি চালিয়ে প্রায় ২০০০ প্যাকেট পানমশলা, গুটখা বাজেয়াপ্ত করা হল। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে তামাক জাতীয় এই সমস্ত বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু অভিযোগ, তারপরেও যত্রতত্র এগুলি বিক্রি হওয়ায় এদিন হানাদারি চালানো হয়।

বিজ্ঞাপন

 জানা গেছে, এই ধরণের হানাদারি আরও চালানো হবে। অন্যদিকে, শুক্রবার রাতে মেমারী থানার পুলিশ দেবীপুর ষ্টেশনের কাছে হানা দিয়ে উদ্ধার করল ১৬০ লিটার বিভিন্ন ব্রাণ্ডের মদ। বেআইনি মজুদ ও অবৈধভাবে বিক্রি করার দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে গোপাল মণ্ডল নামে এক ব্যক্তিকে।

আরো পড়ুন