ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: শ্বেত বিপ্লবের জনক ডা: ভার্গিস কুরিন এর জন্ম শতবর্ষ উপলক্ষে বর্ধমান সাইক্লিং ক্লাব ও আমুল এর যৌথ উদ্যোগে ১টি সাইকেল র্যালি অনুষ্ঠিত হল মেমারী শহরে। এদিন শ্রীদূর্গা কোল্ড স্টোরেজ থেকে র্যালি শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে শেষ হয় দূর্গাপুর গ্রাম পঞ্চায়েতের চোটখন্ড গ্রামে। বিশিষ্ঠ সাইক্লিস্ট ও পরিব্রাজক পরিমল কাঞ্জি এদিন র্যালির উদ্বোধন করেন ও র্যালিতে যোগ দেন।
বিজ্ঞাপন
বর্ধমান সাইক্লিং ক্লাবের সদস্যরা ছাড়াও পাল্লারোড পল্লিমঙ্গল সমিতি, কোলকাতা টু হুইলস সাইক্লিং ক্লাব, শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমির বহু সদস্য এদিন র্যালিতে যোগ দেয়। বর্ধমান সাইক্লিং ক্লাবের তরফে সন্দীপন সরকার জানান এদিন শতাধিক মানুষ এদিনের র্যালিতে স্বতফূর্ত ভাবে যোগ দিয়েছেন।
ডা: কুরিনের জন্মদিনে আমুলের সহযোগিতায়, “পরিবেশ বাঁচাতে কম দূরত্বের পথ সাইকেলে পাড়ি দিন” এই বার্তা নিয়ে এদিন র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হয় এদিন।