ফোকাস বেঙ্গল ডেস্ক,খণ্ডঘোষ: নদী থেকে মাত্র ২০০মিটারের মধ্যে সরকারি জমি দখল করে দেদার তৈরি হয়েছে এবং হচ্ছে একের পর এক রিসোর্ট থেকে নার্সারি। প্রশাসনের কোনরকম অনুমোদন ছাড়াই বিঘের পর বিঘে দখল করে এই সমস্ত অবৈধ বিল্ডিং তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। কেউ কেউ আবার সরকারি বোর্ড লাগানো জমিতেও তৈরি করেছে নার্সারি। খোদ পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শসঙ্গা পঞ্চায়েতের অধীনে দামোদর নদের গৈতানপুর চরমানা এলাকায় হটাতই এই সমস্ত রিসোর্ট ও নার্সারি তৈরির ঘটনায় রীতিমত আলোড়ন পড়েছে।
প্রশ্ন উঠছে স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক ভূমি দপ্তরের ভূমিকা নিয়ে। রবিবার এলাকায় গিয়ে দেখা গিয়েছে দামোদরের তীরে তৈরী হয়েছে বেশ কিছু রিসোর্ট। রীতিমত দোতলা পাকা বাড়ি। মাটি ফেলে তৈরি করা হয়েছে রাস্তা। রাস্তার দুদিকে গাছ দিয়ে সাজানো হয়েছে। অনেকটা সমুদ্রের ধারে হোটেল গুলির আদলে। রয়েছে ইলেকট্রিসিটি। সন্ধ্যার পর সেখানে আলো জ্বলে। শুধু তাই নয় এখানেই প্রায় পনেরো কাঠা জায়গা বাঁশের বেড়া দিয়ে দখল করে বাগান বাড়ির তৈরী হয়েছে। ভিতরে রয়েছে বসার জায়গা। রীতিমত চাষ করা হয়েছে গাঁধা ফুল, আম থেকে শসা ও অন্যান্য সবজির।