শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের নবান্ন উৎসব রবিবার, প্রসাদের কুপন পাবেন ১২০০ ভক্ত

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এবছর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে নবান্ন উৎসব উদযাপন হতে চলেছে ৫ডিসেম্বর, রবিবার। সেই উপলক্ষে আগামী ৪ডিসেম্বর অর্থাৎ শনিবার সকাল ১০টা ৩৫মিনিট থেকে মন্দিরে প্রসাদ (অন্নভোগ) সংগ্রহের কুপন বিতরণ করা হবে বলে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। 

বিজ্ঞাপন

মন্দির কমিটির পক্ষে সঞ্জয় ঘোষ জানিয়েছেন, গত বছরের মতোই এবছরও ভক্তদের বসে অন্নভোগ খাওয়ার ব্যবস্থা বন্ধই রাখা হয়েছে। তবে তিনি জানিয়েছেন, অন্নভোগের কুপন সংগ্রহ করতে পারবেন মোট ১২০০ জন ভক্ত । রবিবার সকাল ৯টা থেকে মালসায় নবান্নের প্রসাদ বিতরণ শুরু হবে। তিনি জানিয়েছেন, করোনার সময়কালে যাবতীয় বিধিনিষেধ মেনেই মায়ের নবান্ন উৎসব পালন করা হবে।

আরো পড়ুন