---Advertisement---

বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মারধর যুবককে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: চায়ের দোকানে দাঁড়িয়ে থাকার সময় তৃণমূলের প্রভাবশালী এক নেতার মদতপুষ্ট কয়েকজন যুবক বেধড়ক মারধর করল তৃণমূল যুব কংগ্রেসের এক সমর্থককে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বর্ধমান শহরের জেলখানা মোড় এলাকায়। আক্রান্ত যুবক রওসন সেখ জানিয়েছেন, এনিয়ে তাঁকে ৩বার আক্রমণ করা হল। 

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, বুধবার সকালে তিনি জেলখানা মোড়ে একটি চায়ের দোকানে চা খাবার জন্য দাঁড়িয়েছিলেন, সেই সময় তৃণমূল নেতা আব্দুর রবের কয়েকজন অনুগামী এসে তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করে। তাঁরা হুমকি দেয় তৃণমূল যুব কংগ্রেস করা যাবে না। রওসন সেখ জানিয়েছেন, তাঁকে এর আগেও ২ বার আক্রমণ করা হয়েছে। 

এব্যাপারে এদিনই তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে তৃণমূল জেলা কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিত দাস জানিয়েছেন, কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। কাউকে মারধর করা তৃণমূলের সংস্কৃতি নয়। কি কারণে ওই যুবককে মারধর করা হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
See also  বাংলায় ক্ষমতা হারানোর পরই গোটা দেশে বামেরা দুর্বল হয়েছে - প্রকাশ কারাত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---