ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দিনের শেষে বিশ্রাম নেওয়ার জন্য উঁচু তালগাছে আশ্রয় নিতে গিয়ে ঘুঁড়ির সুতো পায়ে জড়িয়ে সারারাত ছটফট করছিল একটা চিল। সকালে এলাকার কিছু মানুষ পাখিটার এই অবস্থা দেখে বন দপ্তরে খবর দেয়। বনদপ্তরের উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে জানিয়ে দেয় প্রায় ৪০ফুট উঁচু তালগাছে উঠে কাজ করার মতো প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী তাদের নেই। ফলে দমকল কে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এরপর ঘটনাস্থলে এলেও এতো উঁচু মই তাদের না থাকায় পাখি টিকে উদ্ধারের ব্যাপারে সমস্যা তৈরি হয়।
শেষমেষ গাছে চড়তে পারে এমন একজন কে খুঁজে নিয়ে আসেন বনকর্মীরা। মোটা দড়ির সঙ্গে শক্ত লাঠি লাগিয়ে মই তৈরি করে ওই ব্যক্তি উঠে পড়েন তালগাছের মাথায়। বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, চিল পাখিটি গতকাল রাত থেকেই পায়ে জড়িয়ে যাওয়া সুতো নিয়ে ঝুলছিল। সম্ভবত সন্ধ্যার পর গাছের উপরে আশ্রয় নিতে এসে ঘুঁড়ির সুতো পায়ে জড়িয়ে যায়। গাছে ওঠা ব্যক্তি কোনরকমে পাখিটির পায়ের সঙ্গে জড়িয়ে থাকা দড়ি কেটে দেওয়ার পরই পাখিটি দুরন্ত গতিতে উড়ে চলে যায় আকাশে।
বনকর্মীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখিটির ডানায় কোনো চোট লাগেনি। যদি আঘাত লেগে থাকে সেটি হলো পায়ে। তবে যেভাবে সুতো কেটে দেওয়ার পরই পাখিটি স্বাভাবিকভাবে উড়ে চলে গেছে তাতে তারা খুশি।এই ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের আলমগঞ্জের মাটির বাগ এলাকার একটি রাইস মিলের পাশেই।