---Advertisement---

বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ধমানের রাস্তায় এনসিসির শোভাযাত্রা

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:  বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ধমানে ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির পক্ষ থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হল শুক্রবার। ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়ন এর ক্যাডেট সিনিয়র আন্ডার অফিসার রাজ মন্ডল জানান, শোভাযাত্রায় উপস্থিত ছিল শহরের টাউন স্কুল, সিএমএস হাই স্কুল, মিউনিসিপাল বয়েজ হাই স্কুল, রামকৃষ্ণ বোরহাট হাই স্কুল, রামাশিস হিন্দি হাই স্কুল, নেহেরু বিদ্যামন্দির, বিবেকানন্দ মহাবিদ্যালয়, মডেল স্কুল এর মোট ২০০ জন এনসিসি বিভাগের ছাত্র ছাত্রীরা।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যেক স্কুলের এনসিসি বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষকরা সহ ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়নের সেনা আধিকারিক গণ।এদিন শোভাযাত্রাটি শুরু হয় বর্ধমান রাজ কলেজ সেনা লাইন থেকে। পাওয়ার হাউস পাড়া, রানীসায়র পাড়া, বিগবাজার হয়ে আবার রাজ কলেজে এসে শেষ হয় শোভাযাত্রাটি। পদযাত্রা শেষে একটি ছোট্ট মুক অভিনয় নাটকের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা হয়।

See also  পুজোর আগেই বর্ধমান শহর কে সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হচ্ছে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---