---Advertisement---

রাতের অন্ধকারে বর্ধমানে মদের দোকানে চুরি, থানায় অভিযোগ দায়ের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাতের অন্ধকারে মদের দোকানের সাটার বেঁকিয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের নবাবহাট এলাকার একটি দোকানে। চুরির ঘটনায় ওই দোকানের মালিক বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতে বর্ধমানের নবাবহাট এলাকায় একটি মদের দোকানে সাটার বেঁকিয়ে দোকানে ঢোকেন দুস্কৃতিরা। দোকানে থাকা কিছু টাকা নিয়ে চম্পট দেয় তারা। 

বিজ্ঞাপন

তবে চোরেরা কোনো মদের বোতল নিয়ে যায়নি বলেই পুলিশ সূত্রে জানা গেছে। রবিবার সকালে দোকান খুলতে এসে দোকানের মালিক সাটার ভাঙা অবস্থায় দেখেন। দোকানের ক্যাশ বাক্সও ভাঙা অবস্থায় ছিল বলে জানান তিনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিস। এদিকে দীর্ঘদিন পর রাজ্য সরকার মদের দাম কমিয়ে দেওয়ার পরই খোদ মদের দোকানে চুরির চেষ্টার অভিযোগ কে ঘিরে রহস্য তৈরি হয়েছে।।                           ছবি – ইন্টারনেট

See also  ১৫তম বর্ষে কুমুদ সাহিত্য মেলা যেন 'চাঁদের হাট'
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---