---Advertisement---

বর্ধমানে জেলাশাসকের বাংলোয় চন্দ্রবোড়া উদ্ধার, আতঙ্ক

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: এবার খোদ পূর্ব বর্ধমান জেলাশাসকের বাংলো থেকেই উদ্ধার হল বিশালাকৃতির একটি চন্দ্রবোড়া সাপ। শনিবার বাংলোর কর্মীরা স্টোর রুমে কাজ করার সময় হঠাৎই লক্ষ্য করেন সাপের নড়ণচড়ন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বনবিভাগে। 

বিজ্ঞাপন

সেখান থেকে উদ্ধারকারী কর্মীরা ডি এম বাংলোয় এসে বেশ কিছুক্ষনের চেষ্টায় সাপটিকে বাক্স বন্দি করে নিয়ে যায়। এদিকে খোদ ডি এম বাংলোর মতো সর্বদা নজরদারির মধ্যে থাকা এলাকায় চন্দ্রবোড়া উদ্ধার হওয়ায় বাংলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত গত প্রায় এক বছর ধরেই বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকায় কয়েকশ বিষধর সাপ উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা। সাপের উপদ্রব ইদানিং বেড়ে যাওয়ায় খোদ বনবিভাগও উদ্বিগ্ন। আর এরই মধ্যে জেলা শাসকের বাংলোয় সাপ উদ্ধারের পর নজরদারি আরো বাড়তে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। 
See also  বিকল্প রাস্তা না করে রেলের পুরনো সেতু ভাঙা চলবে না, এই দাবীতে বর্ধমানে শুরু হল অরাজনৈতিক আন্দোলন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---