ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: ১৫বছরের উপরে বয়সের গাড়ি আর রাস্তায় চালানো যাবে না। সেগুলিকে নষ্ট করে দেওয়া হবে। পরিবর্তে গাড়ি মালিক কে নতুন গাড়ি কিনতে বিশেষ ছাড় দেবে রাজ্য সরকার। রাজ্য জুড়ে পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে তোলা ও আধুনিকিকরণ করার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি, জেলাগুলিতে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্বয়ংক্রিয় যন্ত্র বা অটোমেটিক ফিটনেস মেশিন, পুরোনো গাড়ি নষ্ট করার জন্য স্ক্রাপ ইয়ার্ড তৈরী করা হবে বলে বৃহস্পতিবার বর্ধমানে জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
পূর্ব বর্ধমান জেলা শাসকের দফতারে চারটি জেলার (পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি ও বীরভূম) প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এদিন বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী। তিনি বলেন, ‘প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গেই পরিবহন ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন বিষয়ে নিয়মিত বৈঠক করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবহন খাতে রাজ্যের আয় বৃদ্ধি পেয়েছে। চলতি আর্থিক বছরে পরিবহন ক্ষেত্রে রাজ্যের আয় ৭০০ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এই টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে পরবর্তীকালে রাজ্যের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পে ব্যায় করা হবে।’
এদিন পূর্ব বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী অন্যায় জেলার পরিবহন ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করে তুলতে পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া, অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে পরিবহণ সংক্রান্ত বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা, অবৈধ যান চলাচল বন্ধ করা, যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে প্রতিটি গাড়ির নিয়মিত পরীক্ষা করা ও জেলা পরিবহন দফতরের এনফোর্সমেন্ট টিমকে আরও শক্তিশালী করে গড়ে তোলার কথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
এদিনের বৈঠকে ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক, প্রিয়াঙ্কা সিংলা, পরিবহন দফতরের আধিকারিক অনুপম চক্রবর্তী অতিরিক্ত পরিবহন আধিকারিক সহ অন্যান্যরা। মন্ত্রী জানান, প্রতিটি জেলায় পরিবহন ব্যবস্থাকে স্বচ্ছভাবে গড়ে তুলতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাত্রী সুরক্ষা, নিরাপত্তা ও দুর্ঘটনা কমানোই এর মূল লক্ষ্য। এরজন্য, যাত্রীবাহী গাড়িজেলার গুলি নিয়মিত পরীক্ষা করা, বৈধ কাগজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা, রাস্তায় ট্রাফিক ব্যবস্থার জোরদার করার মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন,’ এদিন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জেলায় পরিবহনের ক্ষেত্রে কি অসুবিধা রয়েছে ও আরও কি উন্নতি করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। প্রতিটি জেলাতেই এই বিষয়ে বৈঠক হয়েছে।’