---Advertisement---

পূর্ব বর্ধমান – ২০২২-২৩ অর্থবর্ষে রেকর্ড প্রায় ১৬০কোটি টাকা রাজস্ব আদায় ভূমি দপ্তরের

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর ২০২২-২৩ আর্থিক বর্ষে রেকর্ড রাজস্ব আদায় করেছে। দপ্তর সূত্রে জানা গেছে, গত আর্থিক বছরের তুলনায় যা প্রায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। জমি বাবদ কর, বালি উত্তোলন, জরিমানা ও অন্যান্য ক্ষেত্র থেকে কর বাবদ পূর্ব বর্ধমান জেলা ভূমি রাজস্ব দপ্তর প্রায় ১৬০ কোটি টাকা আদায় করেছে।

বিজ্ঞাপন

পূর্ব বর্ধমান জেলা ভূমি রাজস্ব দফতরের অতিরিক্ত জেলাশাসক ইউনিস রিসিন ইসমাইল জানান,”অবৈধ বালি খাদান বন্ধের বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এছাড়া, অবৈধভাবে বালি মজুতের ক্ষেত্রেও অভিযান চালানো হয়েছে। ড্রোনের মাধ্যমে বালি খাদ এলাকা গুলিতে নজরদারি চালানো হয়েছে। অতিরিক্ত বালি পরিবহনের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে।”

জেলা প্রশাসন সূত্রে জানাগিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে জেলায় ভূমি রাজস্ব বাবদ ৯৪ কোটি ৫ লক্ষ ৬ হাজার ৬৯৯ টাকা আদায় করেছিল। ২০২২-২৩ অর্থবর্ষে মোট আদায়ের পরিমান দাঁড়িয়েছে ১৫৭ কোটি ১৮ লক্ষ ৬ হাজার ৪১৫ টাকা। এরমধ্যে জেলার বিভিন্ন এলাকায় বালিঘাট লিজ, বালি উত্তোলন বাবদ কর ও এই সংক্রান্ত আইন ভঙ্গের কারণে জড়িমানা বাবদ মোট ১৪৪ কোটি ৭৬ লক্ষ ৩৩ হাজার ১৬২ টাকা আদায় হয়েছে। এই খাতে গত আর্থিক বছরে আয় ছিল ৮০ কোটি ৮৪ লক্ষ ১৬ হাজার ৮৯২ টাকা। অন্যদিকে, জমির খাজনা ও অন্যান্য ক্ষেত্রে কর বাবদ আয়ের পরিমান ১২ কোটি ৪১ লক্ষ ৭৩ হাজার ২৫৩ টাকা আদায় হয়েছে বলে জানাগিয়েছে।

রাজস্ব আদায়ের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলা গত কয়েকবছর রাজ্যের মধ্যে প্রথম সারিতে রয়েছে বলে জানা গিয়েছে। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান,” ২০২১-২২ আর্থিক বছরেও পূর্ব বর্ধমান জেলা থেকে রাজস্ব আদায়ের পরিমান বেড়েছিল। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানোর কারণেই ফের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। ভূমি দফতরের সমস্ত বিভাগের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। “

See also  সকাল থেকেই লম্বা লাইন, দশটাতেও দেখা নেই ডাক্তারদের, ক্ষুদ্ধ রোগী ও পরিজনেরা
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---