---Advertisement---

বর্ধমান মেডিক্যালে সন্তান প্রসবের পর প্রসূতির মৃত্যু, উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সন্তান প্রসবের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনার জেরে হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। রাতেই হাসপাতালে আসেন বর্ধমান থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। গাফিলতির বিষয়ে রাতেই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, গলসির বাহিরঘন্না গ্রামের বাসিন্দা সান্ত্বনা বাগদি(৩০) গত শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি হন। মৃতার পরিবার জানাচ্ছে, শনিবার গভীর রাতেই সান্ত্বনা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। আর এরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তার প্রসাব বন্ধ হয়ে যায়। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেই মারা যান তিনি। পরিবারের দাবী, সন্তান জন্মানোর পর সান্ত্বনার শারীরিক অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকরা স্বীকার করে নেন যে কিছু একটা সমস্যা হয়েছে। পরিবারের অভিযোগ, এরপর তাদের না জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার অস্ত্রোপচার করে সান্ত্বনার। শুক্রবার সন্ধ্যায় মারা যায় সান্ত্বনা বাগদি। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু হয়েছে সান্ত্বনার।

মৃতার স্বামী শম্ভু বাগদি বলেন, শনিবার সিজার করে বাচ্চা হওয়ার পর স্ত্রী সুস্থ ছিল। তারপর প্রসাব বন্ধ হয়ে যায়। সোমবার আবার অস্ত্রোপচার করে চিকিৎসকরা। কিন্তু, কেন এইরকম হল, সেই নিয়ে চিকিৎসকরা সঠিক কিছু জানাতে পারেন নি। বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের কথা বলা হয়। মৃতার আত্মীয় বিভাস বাগদি বলেন, বর্ধমান হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। যে চিকিৎসক এই ঘটনার জন্য দায়ী আমরা তার শাস্তি দাবি জানাচ্ছি।

শুক্রবার সন্ধ্যায় এই মৃত্যুর পর হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। উত্তেজনা থাকায় বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তী রাতেই পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে যান। তিনি পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরিবারের তরফে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ মর্গে মৃতের দেহের ময়নাতদন্ত হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

See also  আচমকা কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড বিয়ে বাড়ির প্যান্ডেল

হাসপাতালে সুপার তাপস ঘোষ জানান, রোগীর পরিবারের পক্ষ থেকে এখনও হাসপাতালে কোন অভিযোগ জমা হয়নি। যেটুকু খবর পেয়েছি, হয়ত ওনারা থানায় কোন অভিযোগ করেছেন। আমাদের কাছে যদি অভিযোগ আসে, তখন বিষয়টি নিয়ে আমরা পদক্ষেপ করবো।

শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---