---Advertisement---

কালবৈশাখীর তাণ্ডবে বর্ধমান লন্ডভন্ড, ভেঙে পড়ল স্টেশনের সুউচ্চ জাতীয় পতাকার স্তম্ভ, রইল ভিডিও

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: মঙ্গলবার বিকেলে প্রবল কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল বর্ধমান শহর। হওয়ার দাপটে ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের বাইরে জাতীয় পতাকা লাগানো সুউচ্চ স্তম্ভ। শহরের বহু জায়গায় গাছ ও গাছের ডাল ভেঙে পড়েছে বলে বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে। শহরের বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জিটি রোডের ওপর পুলিশ লাইন, গোলাপবাগ মোড়ে অস্থায়ী তোরণ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজে নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পাঁচটি গাড়ি বর্ধমান শহর ও সংলগ্ন এলাকার ঝড় বিদ্ধস্ত পরিস্থিতি মোকাবিলায় বেরিয়েছে।

বিজ্ঞাপন

 

তেলিপুকুরের কাছে পূর্ত ভবনে একাধিক চার চাকা গাড়ির ওপর বিশাল গাছ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এদিকে ঝড় থামলেও বৃষ্টি চলছে। রসুলপুরে জিটি রোডের ওপর গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। রায়না থানার নারুগ্রাম অঞ্চলের কুঁকরো অনিলা বালা হাই স্কুলের কাছে মাটির দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতার নাম সাবিত্রী কুন্ডু (৭৮)। গলসি থানা এলাকার চন্দনপুর গ্রামে ঝড়ের তান্ডবে ঘর বাড়ি ভাঙার পাশাপাশি গবাদি পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিস্তারিত আসছে

See also  কাটোয়া পুলিশের সাফল্য, ধর্মীয় উৎসবের ভিড়ে চুরি যাওয়া বিপুল পরিমাণ সোনা রুপোর গহনা সহ নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার দুই দুষ্কৃতী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---