রেললাইনের ধার থেকে যুবকের দেহ উদ্ধার মেমারির রসুলপুরে, খুনের অভিযোগ পরিবারের

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,মেমারি: রাত থেকে নিখোঁজ থাকার পর বুধবার ভোরে হোটেল ম্যানেজমেন্ট এর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হল মেমারি থানার অন্তর্গত রসুলপুরের রেলগেট সংলগ্ন রেললাইনের ধারে। এদিন ভোরে যুবকের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রসুলপুর স্টেশন মাস্টারকে খবর দিলে জিআরপিএফ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানা গেছে মৃত যুবকের নাম নিমাই দাস। বয়স আনুমানিক ২৮ বছর। মৃত নিমাই দাসের বাড়ি রসুলপুরের নতুন রাস্তা পাড়ায়। এদিকে রেল লাইনের ধার থেকে যুবকের দেহ উদ্ধার হলেও মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, নিমাই দাস হোটেল ম্যানেজমেন্টের ছাত্র। সম্প্রতি গণেশ পাগলের মেলার জন্য বাড়ি এসেছিল। তার সাথে পাড়ারই একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে মেলায় মেয়েটির সাথে দেখা করতে যায় নিমাই। সেখানে মেয়েটির বান্ধবীর সাথে কিছু বিষয় নিয়ে বচসা হয়। এরপর প্রেমিকার বান্ধবীর দাদা, বন্ধুরা নিমাই দাসের বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। তারপর রাত থেকেই নিমাই আর ঘরে ফেরেনি। রাতে পরিবারের লোক চারদিক খোঁজাখুঁজি করেও নিমাইয়ের হদিস পায়নি। বুধবার সকালে রেল লাইনের ধারে নিমাইয়ের দেহ পড়ে থাকার খবর পায়।

এব্যপারে নিমাই দাসের দাদা পিন্টু দাস গোটা ঘটনার জন্য স্থানীয় শাসকদলের কিছু কর্মীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে অভিযোগ করেন যে তার ভাইয়ের মৃত্যুর জন্য তারাই দায়ী। ভাইয়ের মৃত্যু আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাকে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় মেমারি থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি নিমাই দাসের পরিবারের পক্ষ থেকে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

আরো পড়ুন