---Advertisement---

কালনায় পাগল কুকুরের কামড়ে সাতজন জখম

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনা: পাগল কুকুরের কামড়ে কালনার গুপ্তিপাড়ার চর কৃষ্ণবাটি এলাকায় গুরুতর জখম হয়েছে সাতজন। যাদের মধ্যে দুজন কে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাকিদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। কয়েকজন এখনও জিরাট হসপিটালে ভর্তি। এই ঘটনায় বুধবার সকালে আতংক ছড়িয়েছে এলাকায়।

বিজ্ঞাপন

আহতরা হলেন বাবলু রায় এবং মিনা দাস। দুজনারই বাড়ি চর কৃষ্ণবাটি এলাকায়। বুধবার সকালে শৌচকর্ম করে শৌচালয় থেকে ঘরে ঢোকার সময় অতর্কিতে ঐ কুকুরটি আক্রমণ করে বাবলু রায়কে। তার পায়ে হাতে মারাত্মক ভাবে কামড়ে জখম করে ওই কুকুরটি। একই সাথে মিনা দাস কেও কামড়ায় ওই পাগল কুকুরটি। বর্তমানে এই দুজনই কালনা হসপিটালে ভর্তি রয়েছে বাকিদের অন্যত্র ভর্তি করা হয়েছে।

ছবি – প্রতীকী

See also  বর্ধমান মেডিক্যালের মর্গে ডোমেদের বিরুদ্ধে জুলুমবাজি, তোলাবাজির অভিযোগ, অভিযোগ গেল মুখ্যমন্ত্রীর কাছে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---