---Advertisement---

বর্ধমান-নবদ্বীপ রোডে ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,দেওয়ানদীঘি: ফের দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। বর্ধমান-নবদ্বীপ রাস্তায় দেওয়ানদীঘি থানার শোনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। যদিও একই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটতে থাকায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। উল্লেখ্য একদিন আগেই রায়পুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল নয়ানযুলিতে। একাধিক যাত্রী আহত হয়েছিলেন।

বিজ্ঞাপন

এদিন সকালে বর্ধমান থেকে নবদ্বীপের দিকে একটি যাত্রীবাহী বাস শোনপুরের কাছে আসতেই উল্টোদিক থেকে আসা একটি পন‍্যবাহী পিক আপ ভ‍্যানের ধাক্কা লাগে। পন‍্যবাহী গাড়িটি কয়েক পাল্টি দিয়ে উল্টে গেলে বাসের সামনের অংশ উঠে যায় পন‍্যবাহী গাড়িটির উপর। দুর্ঘটনার খবর পেয়ে দেওয়ানদীঘি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

See also  উৎসব আবহে দায়িত্বপূর্ণ কাজের জন্য বর্ধমান জেলা পুলিশ পুরস্কৃত করল গ্রিন ও সিভিক ভলেন্টিয়ারদের
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---