---Advertisement---

বাঁকুড়ায় প্রিসাইডিং অফিসারকে বের করে দিয়ে শাসক দলের ছাপ্পার অভিযোগ, খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বাঁকুড়া: ভোট কেন্দ্র থেকে প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের বের করে দিয়ে ছাপ্পা ভোট করার খবর সংগ্রহ করতে গেলে ব্যপক শাসকদলের আক্রমণের মুখে পড়ল সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। পরে আক্রান্ত সাংবাদিকদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

বিজ্ঞাপন

বাঁকুড়ার বেলিয়াতোড় থানার ভট্টপাড়া এলাকায় দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ পেয়ে খবর সংগ্রহ করতে যায় জি ২৪ ঘন্টা, সিএন ও আর প্লাস এর রিপোর্টাররা। অভিযোগ এইসময় শাসক দলের দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে সাংবাদিক দের। ভাংচুর করা হয় সংবাদ মাধ্যমের গাড়ি। অভিযোগ ছিল বুথ থেকে প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের বের করে দিয়ে ওই ভোট কেন্দ্রে ব্যাপক ছাপ্পা চালাতে শুরু করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

সেই খবর সংগ্রহ করতে গেলেই শাসক দলের কর্মীরা রনংদেহী ভাব নিয়ে সংবাদমাধ্যমের কর্মীদের দিকে তেড়ে আসে। তারপরেই সংবাদ মাধ্যমে কর্মীদের উপর চড়াও হয় শাসক দলের লোকজন। যথেচ্ছ কিল, চড়, ঘুসি ও ইট দিয়ে মারতে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদের। পরে তাদেরকে স্থানীয় বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়।

See also  বর্ধমানে ডাউন কাঞ্চনজংঘা এক্সপ্রেস থেকে বিরল প্রজাতির দুটি সজারু উদ্ধার করল আরপিএফ, গ্রেপ্তার তিন
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---