---Advertisement---

রায়নায় চোলাইয়ের ঠেকে পুলিশের হানা, নষ্ট করা হল বিপুল পরিমাণ মদ ও উপকরণ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,রায়না: গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার জেলা পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের রায়না থানার বিরামপুর গ্রামের ডোমপাড়া এলাকায় প্রচুর চোলাই মদ ও মদ তৈরির উপকরণ নষ্ট করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, চোলাই তৈরির জন্য মজুদ প্রায় ৯৫০ লিটার গাঁজানো গুড়জল এবং ১২০লিটার চোলাই মদ এদিন নষ্ট করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চোলাই তৈরির জন্য ব্যবহৃত বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে অভিযানে। যদিও এই অবৈধ চোলাই কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে ধরা যায়নি। পুলিশ জানিয়েছে, আগামীদিনেও এই বেআইনি চোলাই কারবারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

See also  শস্য গোলায় দানার হানা, ব্যাপক ক্ষতির মুখে আমন ও খাস ধান চাষ
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---