শর্ত অনুযায়ী পাওনা পাচ্ছে না! প্রতিবাদে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত শ্রমিকদের কর্মবিরতি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শর্ত অনুযায়ী বেতন ও আনুষাঙ্গিক পারিশ্রমিক পাচ্ছেন না জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত শ্রমিকরা, আর এই দুই দাবি সহেকাধিক দাবি নিয়ে প্রতিবাদে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দিলেন প্রায় ২৫০ জন শ্রমিক। অভিযোগ, বিগত কয়েক মাস ধরে ডানকুনি থেকে পানাগড় পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এর মধ্যে পূর্ব বর্ধমানের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কেও শতাধিক শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন কাজ করলেও ঠিকমতো বেতন পাচ্ছেন না শ্রমিকরা। এছাড়া, ৮ ঘন্টার বেশি কাজ করলেও কোনও রকম অতিরিক্ত মজুরি দেওয়া হচ্ছে না বলে এদিন অভিযোগ করেছেন তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত শ্রমিকরা কার্যত কর্মবিরতির ডাক দিলো। পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান তারা। এদিন জামালপুর ব্লকের আঝাপুর এলাকায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের অফিসের সামনে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পাশাপাশি, মেমারি সহ বেশ কিছু জায়গায় বিক্ষোভ দেখান প্রায় ২৫০ জন শ্রমিক।

উল্লেখ্য ডানকুনি থেকে পানাগড় পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে দীর্ঘদিন ধরেই। এর মধ্যে পূর্ব বর্ধমানের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কেও শতাধিক শ্রমিক কাজ করছেন। দীর্ঘদিন কাজ করলেও ঠিকমতো বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। এছাড়া, ৮ ঘন্টার বেশি কাজ করলেও কোনও রকম অতিরিক্ত মজুরি দেওয়া হচ্ছে না বলে জানান কর্মরত শ্রমিকরা।

লেবার সুপারভাইজার পুস্পেন মাঝি জানান,” আমরা ‘ বি ‘ গ্রুপের শ্রমিকের মধ্যে পড়ছি। সরকারি নিয়ম অনুযায়ী ৪৯৮ টাকা করে মজুরি পাওয়ার নিয়ম রয়েছে আমাদের। সেই শর্তেই শ্রমিকরা কাজে নিযুক্ত হয়েছে। শ্রমিকরা সেখানে মাত্র ৪০০ টাকা করে দৈনিক মজুরি পাচ্ছেন। এরমধ্যে ৯৮ টা পিএফ বাবদ কেটে নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু, শ্রমিকরা নিজেদের খাতায় অনেক কম টাকা জমা হচ্ছে বলে জানতে পেরেছেন। এছাড়া, অতিরিক্ত সময়ে কাজ করানো হলেও কোনও মজুরি মিলছে না। শ্রমিকদের ৯ ঘন্টা কাজ করানো হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত কাজের জন্য প্রতি ঘটনায় ৩৭ টাকা করে বেতন দেওয়া উচিত।

পুষ্পেন বাবু বলেন,” এখানে সকলেই দ্ররিদ্র পরিবার থেকে এসেছে। ঠিকমতো বেতন না পেলে তারা কাজ করতে পারবেন না। এছাড়া, শ্রমিকদের মজুরি কোন খাতে কত টাকা দেওয়া হচ্ছে, পিএফ হিসেবে কত টাকা কাটা হচ্ছে পুরো বিষয়টি শ্রমিকদের কাছে স্পষ্ট করতে হবে।” বিক্ষোভরত শ্রমিকদের দাবি, বেতন পরিকাঠামোর পরিবর্তন করতে হবে। উৎসবে বোনাসের ব্যবস্থা করতে হবে। সঠিক নিয়ম মেনে বেতন দিতে হবে। তাদের দাবি মানা না হলে কর্মবিরতি জারি রাখবেন বলে জানিয়েছেন তারা। যদিও এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষকের কাছে জানতে চাওয়া হলে কর্তৃপক্ষের কাছে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

আরো পড়ুন